নয়াদিল্লি: রাতের ট্রেন সফর কার না ভাল লাগে? পরিবার হোক কী বন্ধবান্ধব, রাতের ট্রেনে আড্ডা মারতে মারতে যাওয়া, খাওয়া-দাওয়া একেবারে মন খুশি করে দেয়। কিন্তু এবার থেকে এত মন খুলে হয়তো কিছুই করা যাবে না দুরপাল্লার ট্রেনে! হ্যাঁ, এটাই সত্যি। কারণ একাধিক নিয়ম আনতে চলেছে ভারতীয় রেল যেখানে রাতে ট্রেনে কথা বলাও দায়। দুরপাল্লার যাত্রীদের জন্য এই নয়া নিয়ম বিধি আসছে খুব শীঘ্রই।
রেলের তরফে জানান হয়েছে, যাত্রী পরিষেবায় আরও নজর দেওয়ার কারণেই এই ধরণের উদ্যোগ দিয়েছে তারা। যে সকল ব্যবস্থা নিল রেল যাত্রীদের সুবিধা হবে, তাদের যাত্রায় সাচ্ছন্দ আসবে, সেই দিকেই আরও বেশি নজর দেওয়া হবে। সেই প্রেক্ষিতেই একাধিক নিয়ম বলবৎ করতে চাইছে রেল কর্তৃপক্ষ। স্পষ্টভাবে ঠিক কী কী নিয়মের কথা জানান হয়েছে তা একবার দেখে নেওয়া যাক।
নতুন নিয়মগুলি হল:
১) রাত দশটার পর দূরপাল্লার ট্রেনে জোরে কথা বলা যাবে না।
২) আলো ইচ্ছামত জ্বালাতে পারবেন না যাত্রীরা।
৩) নিজেদের মধ্যে জোরে জোরে গল্প করাও এখন থেকে যাবে না রাতে।
৪) বয়স্ক যাত্রীদের সুবিধার দিকে বিশেষ নজর দেওয়া হবে।
৫) বিশেষভাবে সক্ষম, অসুস্থ যাত্রী কিংবা এককভাবে যাতায়াত করা কোনও মহিলার প্রয়োজনের দিকে নজর হবে আলাদা করে।
এই সবকিছুর দিকে নজর দিতে নির্দেশ দেওয়া হচ্ছে বিভিন্ন জোনের রেল আধিকারিকদের। সব ক্ষেত্রে যাতে রেল যাত্রীদের সুবিধা এবং অসুবিধার দিকে আমল দেওয়া যায় সেই বিষয়েই কড়া নির্দেশ দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।