নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বন্ধ রয়েছে সমস্ত রকম রেল পরিষেবা৷ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যত স্তব্ধ থাকবে গোটা দেশ৷ তবে লকডাউনের মধ্যেই মিলল খানিক স্বস্তি৷ ১৫ এপ্রিল থেকে প্যাসেঞ্জার ট্রেনের টিকিটের অগ্রিম বুকিং নেওয়া শুরু করল রেল৷
এক সিনিয়র রেল আধিকারিক জানিয়েছেন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) -র অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং নেওয়া হবে৷ তবে লকডাউন পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবকটি প্যাসেঞ্জার ট্রেন চালু করা হবে না বলেও জানিয়েছেন তিনি৷ পণ্যবাহী ট্রেন ছাড়া গত ২২ মার্চ থেকে সারা দেশে বন্ধ রয়েছে রেল পরিষেবা৷ ১৫ এপ্রিল থেকে অল্প অল্প করে পরিষেবা চালু করা হবে বলে জানিয়ে রেল৷ ইতোমধ্যে বেশ কিছু ট্রেনের বুকিং দ্রুত শেষ হয়ে যাচ্ছে৷
বুধবার দেশের বিভিন্ন প্রান্তে ওষুধ, অত্যাবশ্যকীয় সরঞ্জাম এবং খাদ্রদ্রব্য পৌঁছে দিতে একাধিক রুটে রেল পরিষেবা চালু করার নির্দেশ দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ উল্লেখ্য, সবরকম যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ বজায় রাখতে প্রায় ৯ হাজার পণ্যবহনকারী ট্রেন চালাচ্ছে রেল৷ লকডাউন পরিস্থিতিতে মোট আটটি রুটে চলানো হচ্ছিল মালগাড়ি৷ জানা গিয়েছে, বিভিন্ন জোনের আরও ২০টি রুটে পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী৷
৪ মার্চ জাতির উদ্দেশে ভাষণে টানা ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরেই দেশজুড়ে রেল, মেট্রো, বাস-সহ সমস্ত গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যেই গুজব রটে, লকডাউনের সময়সীমা আরও বাড়াবে রেল৷ কিন্তু সব জল্পনার জল ঢেলে আগামী ১৫ এপ্রিল বা তার পরবর্তী সময়ের সফরের জন্য ট্রেনের বুকিং নেওয়া শুরু করল রেল৷