রেলের জমিতে মন্দির, নোটিশ গেল বজরংবলীর কাছে!

রেলের জমিতে মন্দির, নোটিশ গেল বজরংবলীর কাছে!

ধানবাদ: আজব কাণ্ড! রেলের জমিতে তৈরি হনুমান মন্দির সরাতে নোটিস পাঠানো হল একেবারে রামভক্ত হনুমানকে৷ বেঁধে দেওয়া হল সময়সীমাও৷ রেলেও ওই নোটিসে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে এই মন্দির সরাতে হবে৷ এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে। জমি খালি করে তা রেলের সেকশন ইঞ্জিনিয়ারকে হস্তান্তর করতে হবে বলেও ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷ 

আরও পড়ুন- দীপাবলীর আগে ফের বাড়ল দুধের দাম, কত খরচ বাড়ল?

তবে, শুধুমাত্র বজরংবলীর বিরুদ্ধেই নয়, আরও পঞ্চাশ জনের বিরুদ্ধে বেআইনি ভাবে রেলের জমি দখলের অভিযোগ আনা হয়েছে। এই মন্দির সংলগ্ন খাতিক বস্তির ৫০টির বেশি পরিবারের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। সেখানে প্রতিটি বাড়ির দেওয়ালে এই নোটিশ লাগিয়ে এসেছেন রেলের আধিকারিকরা। আগামী ১০ দিনের মধ্যে গোটা এলাকা খালি করে দিতে হবে৷ তা না হলে রেলের তরফে পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

রেলের আধিকারিকরা এসে যাঁদের বাড়িতে এই নোটিশ সাঁটিয়ে গিয়েছে, তাঁদের দাবি, ১৯২১ সাল থেকে তাঁরা এই অঞ্চলে বসবাস করছেন৷ অথচ রেলের ওই নোটিশে সবকটি বাড়িকেই বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে। ছোটোখাটো ব্যবসা করে সংসার চালান তাঁরা। কেউ ফল, কেউ সবজি, কেউ আবার মাছ বিক্রি করে নিজেদের জীবন ধারণ করেন। রেলের দাবি,  এই বাড়িগুলি রেলের জমি জবরদখল করে তৈরি করা হয়েছে। অবিলম্বে এই জমি খালি করে দিতে হবে। 

এই ঘটনার ওই এলাকায় শোরগোল পড়েছে। বস্তির ঘর ছেড়ে কোথায় যাবেন তাঁরা, তা ভেবেই মাথায় হাত৷ চিন্তায় রাতের ঘুম উড়েছে বস্তিবাসীদের৷