নয়াদিল্লি: করোনার জেরে তৈরি হওয়া পরিস্থিতি বিবেচনা করে আদামী ৩০ এপ্রিল পর্যন্ত দেশজোড়া লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হলেও এখনও বুকিং করা যাচ্ছে ট্রেনের টিকিট৷ রেল সূত্রে খবর, আগামী ১৫ এপ্রিল ও পরবর্তী সময়ের সময়ের জন্য ট্রেন টিকিট আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই অনলাইনে বুকিং করার সুযোগ মিলছে৷ অনলাইনে বুকিং শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি৷
অনলাইনে টিকিট বুকিং শুরু হতেই যাত্রীদের একাংশের প্রশ্ন, তাহলে কি লকডাউন চললেও ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে? যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনও জবাব রেলমন্ত্রকের তরফে পাওয়া যায়নি৷ তবে, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের তরফে নতুন কোনও নির্দেশিকা প্রকাশ করে লকডাউনের সময়সীমা বৃদ্ধির সরকারি ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন যাত্রীরা৷ নির্দেশিকা আসার পর পদক্ষেপ নেওয়া হবে বলে রেলমন্ত্রক সূত্রে খবর৷
এই মুহূর্তে আইআরসিটিসির গত ২২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বুকিং বাতিল করার ঘোষণা করেছে৷ বর্ধিত লকডাউনের ঘোষণা এখনও না হওয়ায় নয়াদিল্লি-কলকাতা রুটের অধিকাংশ ট্রেনের টিকিট ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ বুকড বলে জানানো হয়েছে৷ তবে ২০ এপ্রিলের পর টিকিট মোটের উপর ‘অ্যাভেলেবল’ বলে উল্লেখ করা হয়েছে৷ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনগুলিতে এপ্রিল মাসের টিকিট ইতিমধ্যেই শেষ৷ তবে, আইআরসিটিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও কারণে ট্রেন বাতিল হলে রিফান্ডের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে৷