নয়াদিল্লি: এক মিনিট দেরি হলেও এবার ইংরেজিতে ‘স্যরি’ বলবে বুলেট ট্রেন। এই বিশেষ বৈশিষ্টটি থাকছে ভারতের নতুন বুলেট ট্রেনে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল স্পিড রেল কর্পোরেশন।
খুব শীঘ্রই চালু হবে বুলেট ট্রেন। কিন্তু স্টেশনে আসতে যদি এক মিনিটও দেরি হয়, তাহলে যাত্রীদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে ‘স্যরি’ বলবে এই ট্রেন। প্রতিদিন প্রায় ৭০ বার আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত চলবে এই বুলেট ট্রেন। যার গতিবেগ ঘন্টায় ৩২০কিমি। তবে এসির ট্রেনের প্রথম ক্লাস কামরার ভাড়ার তুলনায় এই ট্রেনের ভাড়া ১.৫ গুণ কম হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।