ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ‘ইম্ফলে’র সূচনা ভারতীয় নৌবাহিনীর

নয়াদিল্লি: মুম্বইয়ের মাজাগাঁও ডক থেকে শনিবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘ইম্ফল’-এর সূচনা করল ভারতীয় নৌবাহিনী। প্রোজেক্ট ১৫বি-র অধীনে এটি নৌসেনার তৃতীয় জাহাজ। এদিন দুপুর ১২টা ২০ নাগাদ ওই জাহাজ প্রথম জমে নামে। রীতি অনুযায়ী, এদিন নৌবাহিনীর প্রধান সুনীল লানবার স্ত্রী রীনা লানবা নারকেল ফাটিয়ে জাহাজের যাত্রার সূচনা করেন। এই প্রকল্পে এমডিএল, ভারতীয় নৌবাহিনী, ডিআরডিও, ওএফবি, বেল এবং

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ‘ইম্ফলে’র সূচনা ভারতীয় নৌবাহিনীর

নয়াদিল্লি: মুম্বইয়ের মাজাগাঁও ডক থেকে শনিবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘ইম্ফল’-এর সূচনা করল ভারতীয় নৌবাহিনী। প্রোজেক্ট ১৫বি-র অধীনে এটি নৌসেনার তৃতীয় জাহাজ। এদিন দুপুর ১২টা ২০ নাগাদ ওই জাহাজ প্রথম জমে নামে।

রীতি অনুযায়ী, এদিন নৌবাহিনীর প্রধান সুনীল লানবার স্ত্রী রীনা লানবা নারকেল ফাটিয়ে জাহাজের যাত্রার সূচনা করেন। এই প্রকল্পে এমডিএল, ভারতীয় নৌবাহিনী, ডিআরডিও, ওএফবি, বেল এবং অন্যান্য সরকারি সংস্থা যৌথভাবে কাজ করেছে বলে জানান নৌবাহিনীর প্রধান সুনীল লানবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =