ঘাতক ‘আইএনএস আরিঘাট’! ইন্ডিয়ান নেভি এবার আরও পাওয়ারফুল

দিল্লি: ইন্ডিয়ান নেভির নতুন সদস্য হল ‘আইএনএস আরিঘাট’। বেসিক্যালি নৌসেনাকে আরও শক্তিশালী করতে এবার আরও একটা পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজের অন্তর্ভুক্তি হল। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে…

দিল্লি: ইন্ডিয়ান নেভির নতুন সদস্য হল ‘আইএনএস আরিঘাট’।

বেসিক্যালি নৌসেনাকে আরও শক্তিশালী করতে এবার আরও একটা পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজের অন্তর্ভুক্তি হল। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনার নতুন সদস্য হিসাবে যোগ দিল ঘাতক এই ডুবোজাহাজ। এটি ‘আইএনএস আরিহন্ত’ এর থেকেও মডার্ন টেকনোলজির।

সূত্রের খবর, ‘আইএনএস আরিঘাট’-এ কে-১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। যে ক্ষেপণাস্ত্রগুলি ৭৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করে দিতে সক্ষম। এই বৈশিষ্টই ‘আইএনএস আরিঘাট’কে আরও শক্তিশালী করে তুলেছে। এই ডুবোজাহাজ ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার বেগে চলতে পারে।