নয়া কপ্টার পেয়ে আরও শক্তি বাড়াল ভারতীয় নৌ-সেনা

আরও শক্তিশালী ভারতের নৌবহর। য়ুদ্ধে দক্ষ অ্যাপাচে হেলিকপ্টার এবার ভারতের হাতে তুলে দিল আমেরিকা। আমেরিকার আরিজোনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিক ভাবে প্রথম হেলিকপ্টারটি ভারতকে শুক্রবার প্রদান করা হয়। ভারতীয় বিমান বাহিনীর তরফে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল এএস বুটোলা। এই অনুষ্ঠানে মার্কিন সরকারেরও বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ২০১৫-র সেপ্টেম্বরে মার্কিন সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে

c509c92fdfac26869dc41860cc977e8b

নয়া কপ্টার পেয়ে আরও শক্তি বাড়াল ভারতীয় নৌ-সেনা

আরও শক্তিশালী ভারতের নৌবহর। য়ুদ্ধে দক্ষ অ্যাপাচে হেলিকপ্টার এবার ভারতের হাতে তুলে দিল আমেরিকা। আমেরিকার আরিজোনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিক ভাবে প্রথম হেলিকপ্টারটি ভারতকে শুক্রবার প্রদান করা হয়। ভারতীয় বিমান বাহিনীর তরফে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল এএস বুটোলা। এই অনুষ্ঠানে মার্কিন সরকারেরও বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০১৫-র সেপ্টেম্বরে মার্কিন সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে চুক্তি সই করেছিল ভারত। মোট ২২টি অ্যাপাচে কপ্টার কেনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী এই হেলিকপ্টার যুদ্ধে অত্যন্ত দক্ষ। বিশেষত পাহাড়ী অঞ্চলে। এই বছরের জুলাই মাসে অ্যাপাচে কপ্টারের প্রথম ব্যাচ দেশে পৌঁছবে। ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকজন অফিসারকে এই কপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই নয়া অ্যাপচে কপ্টার বিমান বাহিনীতে যুক্ত হওয়ায় ভারতের নৌশিবির আরও কিছুটা শক্তিশালী হল এমনই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *