দেশ ফেলে ফেসবুক? এবার স্মার্টফোন ব্যবহারে জারি চরম নিষেধাজ্ঞা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানি ট্র্যাপের চক্রবুহ্য থেকে জওয়ানদের রক্ষা করতে বছর শেষে কড়া বিধিনিষেধ কার্যকর ভারতীয় নৌবাহিনী৷ নিরাপত্তা থেকে চরবৃত্তির মতো গুরুতর অভিযোগ রুখতে নৌঘাঁটিতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নৌসেনা কর্তৃপক্ষ৷ নিষিদ্ধ ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম৷ করা যাবে হোয়াটসঅ্যাপও৷  সোশ্যাল মিডিয়ায় না সেনার৷

ba167000dc6bf848cc4f89397fa460ae

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানি ট্র্যাপের চক্রবুহ্য থেকে জওয়ানদের রক্ষা করতে বছর শেষে কড়া বিধিনিষেধ কার্যকর ভারতীয় নৌবাহিনী৷ নিরাপত্তা থেকে চরবৃত্তির মতো গুরুতর অভিযোগ রুখতে নৌঘাঁটিতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নৌসেনা কর্তৃপক্ষ৷ নিষিদ্ধ ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম৷ করা যাবে হোয়াটসঅ্যাপও৷  সোশ্যাল মিডিয়ায় না সেনার৷

ভারতীয় নৌসেনা তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও জওয়ান ও আধিকারিক কোনও ভাবেই সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে পারবেন না৷ কোনও মেসেজিং অ্যাপ থেকে শুরু করে ব্লগ ও অনলাইনে থাকতে পারবেন না৷ করা যাবে অনলাইনে কোনাকাটা৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর চরবৃত্তির অভিযোগে ৭ ভারতীয় নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতরা ‘হানি ট্র্যাপে’র শিকার বলে প্রাথমিক ভাবে জানা গিযেছে৷ জওয়ানদের ফাঁসিয়ে পাকিস্তানে নৌসেনার তথ্য পাচার করা হচ্ছিল বলে জানাতে পেরেছে সেনা৷ অভিযোগ খতিয়ে দেখার পর সেনাবাহিনীতে হানি ট্র্যাপের জাল মুক্ত করতে সোশ্যাল দুনিয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *