নয়াদিল্লি: করোনা অতিমারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে ফের নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি৷ দিনদুয়েক আগেই রাহুল চাঁদমারি করেছিলেন প্রধানমন্ত্রীর ‘টিকা উৎসব’কে৷ করোনার দ্বিতীয় ঢেউ রোখার অঙ্গ হিসেবে ১১-১৪ এপ্রিল পর্যন্ত ‘টিকা উৎসব’ পালনের ডাক দিয়েছেন মোদি৷
তাঁর সেই আহ্বানকে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, দেশে ভ্যাকসিনের ঘাটতি কোনও ‘উৎসব’ নয়৷ এই ঘাটতির জন্য কেন্দ্রের ভ্যাকসিন রফতানির নীতিকেই কাঠগড়ায় তোলেন তিনি৷ রবিবার ফের করোনা ইস্যুতে টুইটারে মোদিকে বিঁধলেন রাহুল৷ ‘আম’ এবং ‘আম আদমি’ প্রসঙ্গ তুলে মোদিকে তাঁর বক্রোক্তি, ‘আম খাওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আম জনতাকে তো ছেড়ে দিন৷’ কংগ্রেসের অভিযোগ, মোদি সরকারের ঔদ্ধত্য ও অপদার্থতার জন্যই ভারতীয়দের জীবন ও অর্থনীতির ওপর ব্যাপক ধ্বংসলীলা চালিয়েই যাচ্ছে করোনা অতিমারি৷ সরকারের নীতির কারণেই সমাজের প্রতিটি শ্রেণির মানুষ সমস্যায় পড়েছেন বলে অভিযোগ প্রধান বিরোধী শিবিরের৷
এদিন হিন্দিতে করা টুইটে প্রধানমন্ত্রীকে বিদ্ধ করতে গিয়ে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল লেখেন, ‘করোনা ভাইরাসের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই, যথেষ্ট ভ্যাকসিন নেই, কোনও কর্মসংস্থান নেই, কৃষক এবং শ্রমজীবীদের কোনও কথা শোনা হচ্ছে না, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কোনও সুরক্ষা নেই, মধ্যবিত্ত মানুষও সন্তুষ্ট নন… আম খাওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমজনতাকে তোছেড়ে দিন৷’ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হয়ে অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আম’-এর প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছিলেন মোদি৷ কথা বলেছিলেন আম খাওয়ার পদ্ধতি নিয়ে৷
সেই আম খাওয়ার প্রসঙ্গ তুলেই আমজনতার দুরবস্থার অভিযোগ তুলে মোদিকে তীব্র ব্যঙ্গবাণে বিদ্ধ করেছেন রাহুল৷ সাড়া ফেলে দেওয়া টুইটে ফের একবার মোদি সরকারের বিরুদ্ধে এনেছেন করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ৷ মোদি সরকার যখন দাবি করছে তাদের সময়োচিত পদক্ষেপের ফলেই কার্যকরী ভাবে করোনা অতিমারির মোকাবিলা করা সম্ভব হয়েছে, তখন কংগ্রেস দলও তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পালটা আক্রমণ করে বলেছে, কেন্দ্রের ব্যর্থতার কারণেই দেশে করোনার এহেন বাড়বাড়ন্ত, অর্থনীতি বিপর্যস্ত৷