আরও ৪৩ টি মোবাইল অ্যাপসের উপর নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকারের!

আরো ৪৩ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাবাহিনীর সংঘর্ষের পরে চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে ক্ষেত্রে গত ২৯ জুন ৫৯ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর আরো ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। মূলত চিনা অ্যাপের ওপরই কোপ দেওয়া হয়। এবার আরো ৪৩ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রের বিজেপি সরকার। 

ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, দেশের সাধারণ মানুষের তথ্য, দেশের প্রতিরক্ষা এবং মানুষের সুরক্ষার উপর নজর দিয়েই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশ এবং দেশবাসীর সার্বিক সুরক্ষা রক্ষার্থে বদ্ধপরিকর কেন্দ্র। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই অ্যাপগুলি দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক। নিষিদ্ধ তালিকায় আছে আলিসাপ্লায়ার্স মোবাইল অ্যাপ, আলিবাবা ওয়ার্কবেঞ্চ ওয়ার্কবেঞ্চ, আলিএক্সপ্রেসের মতো অ্যাপ। 

এর আগে, গালওয়ান সংঘর্ষের ঠিক ১৪ দিনের মাথায় অর্থাৎ গত ২৯ জুন টিকটক-সহ ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিন কেন্দ্র। তার মধ্যে ছিল অত্যন্ত জনপ্রিয় অ্যাপ টিকটক। এছাড়াও ছিল পাবজির মত গেম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =