নয়াদিল্লি: আছড়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রাহি ত্রাহি অবস্থা ভারতের৷ এই সংকটের মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন মানুষ, সংস্থা৷ পাশে দাঁড়ানোর সেই ব্রতে সামিল প্রবাসী ভারতীয়রাও৷ নিজের জন্মভূমি থেকে অনেক দূরে পড়ে থাকলেও, দেশের মানুষের দুর্দশায় প্রাণ কাঁদছে তাঁদেরও৷ উপেক্ষা করতে পারছেন না স্বদেশের প্রতি টান৷ আর সেই টানেই এগিয়ে আসা সাহায্যের ডালি নিয়ে৷ এমনই এক উদাহরণ ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী চিকিৎসক রুচিকা তলোয়ার৷
ভারতের বেহাল দশা দেখে মন উদ্বেল হয়ে উঠেছিল পেশায় চিকিৎসক রুচিরার। অত দূরদেশ থেকে কী ভাবে সাহায্য করবেন? তাই শুরু করেছিলেন সাহায্যের জন্য অনুদান সংগ্রহ৷ ইতিমধ্যেই তাঁর ঝুলিতে ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৬৭ লক্ষ টাকা। অনেক কষ্ট করে অল্প দিনের মধ্যেই এত বিপুল অর্থ সংগ্রহ করাই শুধু নয়, ইতিমধ্যেই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম এদেশে পাঠাতে শুরুও করে দিয়েছেন রুচিরা। দিল্লি, কলকাতা, আমদাবাদের মতো বহু শহরেই পৌঁছে গিয়েছে তাঁর পাঠানো সাহায্য। আপাতত শহরাঞ্চলে তাঁর সাহায্য পৌঁছলেও, এর পর দেশের গ্রামীণ এলাকাগুলোতেও চিকিৎসা সংক্রান্ত সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন রুচিরা।
ইন্দো-আমেরিকান এই তরুণীর প্রশংসনীয় প্রয়াসের কথা জায়গা করে নিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমেও৷ সেই খবরের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে সকলের সামনে নিজের সেই উদ্যোগের কথা তুলে ধরেছেন রুচিরা৷ তবে রুচিরা একা নন, তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে অনুদান সংগ্রহ করেছেন বহু মার্কিন চিকিৎসকই৷ তাঁরা নিজেরাও সাধ্যমতো অর্থসাহায্য করেছেন। দেশ-বিদেশের এই সাহায্যের হাত ধরে করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবা থেকে ভারত বেরোতে পারে কি না, সেটাই এখন দেখার৷