সাউথ ব্লকে চিন্তার ভাঁজ, করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিব

সাউথ ব্লকে চিন্তার ভাঁজ, করোনায় আক্রান্ত প্রতিরক্ষা সচিব

নয়াদিল্লি: এবার করোনায় আক্রান্ত হলেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। বুধবারই অজয় কুমারের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে যাননি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাবাবিনীর অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিকেরা বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্রের খবর, প্রতিরক্ষা সচিব অজয় কুমারের সংস্পর্শে সাউথব্লকের কারা এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গত কয়েকদিন প্রায় ৩০ জন অজয় কুমারের সংস্পর্শে এসেছিলেন। তাঁদের সকলকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবুকে সর্বভারতীয় সংবাদমাধ্যমটির তরফে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি কোনও কিছু বলতে অস্বীকার করেছেন।

জানা গিয়েছে, অজয় কুমার ১৯৮৫ সালের ব্যাচে আইএএস অফিসার। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাউথ ব্লকে যাননি।তবে তিনি হোম কোয়ারেন্টাইনে নেই বলেও তাঁর সরকারি বাসভবনের তরফে জানানো হয়েছে।

ভারতের করোনায় আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনার মৃত্যুর হার অনেকটা কম। ভারতে প্রায় ছয় হাজার করোনায় মারা গিয়েছেন। তবে ভারতে করোনা রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন উর্ধ্বগামী। এই পরিস্থিতিতে লকডাউন শিথিল করার ফলে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *