লকডাউনের মাঝেই একাধিক শাখা বন্ধের পরিকল্পনা ব্যাঙ্কের

লকডাউনের মাঝেই একাধিক শাখা বন্ধের পরিকল্পনা ব্যাঙ্কের

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন গোটা দেশ৷ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি পরিষেবার বাইরে থাকা যাবতীয় কার্যকলাপ বন্ধ৷ তবে বন্ধ নেই ব্যাঙ্ক৷ জরুরি পরিষেবা হওয়ার লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে ব্যাঙ্ককে৷ তবে করোনা পরিস্থিতিতে রোটেশন ভিত্তিতে কাজ করছেন বেশ কিছু ব্যাঙ্কের কর্মীরা৷ কিন্তু সূত্রের খবর, পরিস্থিতির নিরিখে দেশের একাধিক শাখা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে একাধিক ব্যাঙ্ক৷ হাজার হাজার কর্মীর করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷

ভারতে নগদে কারবারের পরিমাণ এখনও অনেকটাই বেশি৷ সে কারণেই ২১ দিনের লকডাউন থেকে বাদ রাখা হয়েছে ব্যাঙ্কিং পরিষেবাকে৷ তবে নয়া পরিকল্পনা অনুযায়ী, বড় বড় শহরে প্রতি পাঁচ কিলোমিটারে একটি ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ যদিও এই বিষয়ে এখনও ব্যাঙ্কের তরফে কোনও ঘোষণা করা হয়নি৷

আমাদের দেশের গ্রামাঞ্চলে বসবাস করেন প্রায় ৭০ শতাংশ মানুষ৷ যাঁরা অধিকাংশ সময়েই নগদ টাকার উপর নির্ভর করে থাকেন৷ তাঁদের কথা মাথায় রেখেই পর্যায়ক্রমে ব্যাঙ্ক খোলা রাখার ভাবনা চিন্তা করা হচ্ছে৷ দরিদ্র মানুষরা যাতে সরকারি অনুদান সময় মতো হাতে পান, শুধুমাত্র তা নিশ্চিত করতেই ব্যাঙ্ক কর্মীরা রোটেশনে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর৷ এক বর্ষীয়ান ব্যাঙ্ক কর্মী জানান, ‘‘এই নয়া গাইডলাইনে বলা হয়েছে, শুধুমাত্র গ্রামবাসীদের কথা মাথায় রেখেই পরিষেবা দেবে ব্যাঙ্ক৷ কারণ অধিকাংশ গ্রামের মানুষ এখনও পর্যন্ত ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচিত নন৷ ’’

এই বিষয়ে ব্যাঙ্কগুলি ঘরোয়া আলোচনা চালাচ্ছে৷ আগামী দিনে সরকারি অনুদান পাবার জন্য ব্যাঙ্কগুলিতে ভিড় জমাবেন সাধারণ মানুষ৷ এই ভিড় কী ভাবে সামাল দেওয়া যায়, সেই বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করছে ব্যাঙ্কগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − ten =