নয়াদিল্লি : এই প্রথম বায়ুসেনার হাতে এল চিনুক হেলিকপ্টার। রবিবার আমেরিকা থেকে গুজরাতের মুন্ড্রা বন্দরে এসে পৌঁছাল ৪টি উচ্চক্ষমতা ডবল রোটরের এই কপ্টার। এর ফলে বায়ুসেনার সক্ষমতাও কয়েকগুন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। মোট ১৫টি চিনুকের অর্ডার দেওয়া হয়েছিল ২০১৫ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ৪টি কপ্টার ফিলাডেলফিয়ায় আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, আপাতত সেগুলি চণ্ডীগড়ে বায়ুসেনার এয়ারবেসে রাখা হবে বলে জানা গেছে। সাধারণত ভারী যানবাহন বহন, ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যে দু্র্গম স্থানে অভিযান, ত্রাণ সরবরাহ প্রভৃতি কাজে এধরনের কপ্টার ব্যবহার করা হয়।
ডবল রোটরের হেলিকপ্টার পেল ভারতীয় সেনা
নয়াদিল্লি : এই প্রথম বায়ুসেনার হাতে এল চিনুক হেলিকপ্টার। রবিবার আমেরিকা থেকে গুজরাতের মুন্ড্রা বন্দরে এসে পৌঁছাল ৪টি উচ্চক্ষমতা ডবল রোটরের এই কপ্টার। এর ফলে বায়ুসেনার সক্ষমতাও কয়েকগুন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। মোট ১৫টি চিনুকের অর্ডার দেওয়া হয়েছিল ২০১৫ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ৪টি কপ্টার ফিলাডেলফিয়ায় আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়।