৫৩ বছরে প্রথম ভারত-চিন সীমান্তে গোলাবর্ষণ, শহিদ ৩ জওয়ান! জরুরি বৈঠকে ভারত

৫৩ বছরে প্রথম ভারত-চিন সীমান্তে গোলাবর্ষণ, শহিদ ৩ জওয়ান! জরুরি বৈঠকে ভারত

 

লে: একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন৷ জোড়া বিপদের মুখে দাঁড়িয়ে বেশ খানিকটা অস্বস্তিতে ভারত৷ সীমান্ত উত্তেজনা পারদ চড়িয়ে লাদাখে ফের শুরু ভারত-চিন সংঘর্ষ৷ ৫৩ বছরে প্রথম, চিনা বাহিনীর হামলায় শহিদ ভারতীয় তিন জওয়ান৷ সীমান্ত উত্তেজনা কমাতে দিল্লিতে শুরু হয়েছে জরুরি পর্যায়ে বৈঠক৷

সীমান্তে চিনা বাহিনীর হামলায় ভারতীয় সেনার অফিসার সহ শহিদ দুই জওয়ান৷ লাদাখে গালওয়ান এলাকায় চিনের হামলায় শহীদ হয়েছেন সেনা আধিকারিক৷ পাল্টা ভারতের তরফে জবাবী হামলায় খতম চিনের বেশ কয়েকজন সেনা৷

ইতিহাস বলছে, ১৯৬৭ সালের পর এই প্রথম ফের ভারত-চিন সংঘর্ষ বেধেছে৷ সীমান্তে সেনা বাহিনীর হামলায় ৫৩ বছর পর শহিদ হলেন ভারতীয় তিন জওয়ান৷ পাল্টা জবাবে চিনের বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে৷
১৯৬৭ সালের পর এই প্রথম ভারত-চিন সংঘর্ষ বেধেছে৷ ১৯৬২ সালে ভারত-চিনের মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল৷ ১৯৬৭ সালের নাথুলা পাসে সংঘর্ষে জড়ায় ভারত-চিন৷ তারপর সেনাবাহিনীর হামলায় মৃত্যু হল ভারতীয় সেনা জওয়ানের৷

প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছেন, গালওয়ানে সেনা সরানোর সময় আচমকা হামলা চালায় চিন৷ সোমবার রাতে থেকে গোলাবর্ষণ শুরু করে চিন৷ তাতে প্রাণ হারান সেনার এক কম্যান্ডিং অফিসার ও দুই জওয়ান৷ পাল্টা জবাবে চিনের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ এমনিতেই পূর্ব লাদাখের গত ছয় সপ্তাহ ধরে একেবারে সম্মুখ-সমরে নেমে পড়েছে ভারত-চিন৷ দফায় দফায় আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চললেও আচমকা চিনের হামলায় নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷

অন্যদিকে, সীমান্ত উত্তেজনা কমাতে দিল্লিতে শুরু হয়েছে জরুরি পর্যায়ে বৈঠক৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান৷ চিনকে যোগ্য জবাব দিতে দিল্লিতে শুরু হয়েছে রণকৌশল বৈঠক৷ চিফ অফ ডিফেন্স স্টাফ বৈঠক অংশে নিয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 14 =