ওয়াশিংটন: ভারতের গর্ব কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের পর এবার মহাকাশে মহাকাশে পাড়ি দিতে আরও এক ভারতীয় মহাকাশচারী৷ মহাকাশে পাড়ি দেওয়ার জন্য প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে মহাশূন্যের অপেক্ষায় দিন গুনছেন ভারতীয় বংশোদ্ভূত রাজা জন ভুরপুতুর চারি৷ জানা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিংবা চাঁদে যেতে পারবেন ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহাকাশে পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ১৮ জন আবেদন করেন৷ কিন্তু, সবাইকে পিছনে ফেলে মহাশূন্যে নিজের অবস্থান জানাতে তৈরি হচ্ছেন ২০১৭ সালে নাসার আর্টেমিস প্রোগ্রামে হিবাসেব নিযুক্ত ৪১ বছরের রাজা৷ মহাকাশে পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ শেষ করেছেন রাজা৷ ভারতীয় রাজার সঙ্গে আরও ১০ জন মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে নাসা৷ তবে, কবে, কাকে মহাকাশে পাঠানো হবে, সেবিষয়ে এখনও কোনও চূড়ান্ত ছাড়পত্র দেয়নি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷
কে এই রাজা জন ভুরপুতুর চারি? জানা গিয়েছে, মার্কিন বায়ুসেনার কর্নেল হিসাবে রাজা অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইঞ্জিনিয়ারিং সায়েন্সে স্নাতক হন৷ এরপর অ্যারোনটিক্সে স্নাতকোত্তর পাস করেন৷ মার্কিন বায়ুসেনার ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের যোগ দেন৷ এখন নাসায় কর্মরত৷ উচ্চশিক্ষার জন্য কম বয়সে রাজাকে নিয়ে তাঁর বাবা হায়দরাবাদ থেকে আমেরিকায় চলে যান৷ সেখানেই বেড়ে ওঠানে রাজা৷ মার্কিন দেশে বড় হয়ে উঠলেও ভারতের প্রতি তাঁর আজ আটুট বলেও জানিয়েছেন রাজা৷