গালওয়ান নিয়ে কড়া অবস্থান ভারতের, চিনকে চরম হুঁশিয়ারি ভারতীয় রাষ্ট্রদূতের

গালওয়ান নিয়ে কড়া অবস্থান ভারতের, চিনকে চরম হুঁশিয়ারি ভারতীয় রাষ্ট্রদূতের

নয়াদিল্লি: লাদাখে সীমান্ত সংঘাতের আবহে আরও কড়া অবস্থান দিন ভারত৷ গলওয়ান উপত্যকায় নিয়ে চিনের দাবি কোনও ভাবেই মানা অসম্ভব বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে৷  সীমান্তে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা হলে যোগ্য জবাব দেওয়া হবে৷  সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এমনই দাবি করে চিনকে কড়া ভাষায় বার্তা পাঠিয়েছেন বেজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত৷

সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চিনা সেনাকে অবিলম্বে সরে যাতে হবে৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নির্মাণ কাজ বন্ধ রাখাতে হবে৷ সীমান্তে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা হলে প্রত্যুত্তর দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত৷

অন্যদিকে, চিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখে ভারত৷ পূর্ব লাদাখের পরিস্থিতি এখনও উত্তপ্ত৷ চিনকে জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা৷ গতকাল সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে জানিয়ে দিয়েছেন, সীমান্তে দীর্ঘসময়ের জন্য চিনের বিরুদ্ধে মুখোমুখি হতে তৈরি ভারত৷ যুদ্ধের প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই যুদ্ধসরঞ্জাম মজুত করতে শুরু করেছে ভারতীয় সেনা৷ সীমান্ত গিয়েছে একাধিক যুদ্ধবিমান৷

লাদাখে যখন উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন চীনের আগ্রাসী মনোভাবের কারণে ক্রমে আন্তর্জাতিক স্তরে চাপের মুখে পড়ছে বেজিং৷ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ভারত-চিন সীমান্ত সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ চিনকে সামরিক প্রস্তুতির পরিবর্তে কূটনৈতিক স্তরে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন তিনি৷

ইতিমধ্যেই ভারত-চিন সীমান্ত উত্তেজনার প্রভাব পড়েছে বাণিজ্যেও৷ একটি কুরিয়ার সংস্থা জানিয়েছে, সীমান্ত জটিলতার কারণে আপাতত চিন থেকে কোন পণ্য ভারতে আনা হবে না বলে ঘোষণা করেছে একটি কুরিয়ার সংস্থা৷ আর তাতে চরম বিপাকে পড়েছে বেজিং৷ ইতিমধ্যেই ৩০০টি চিনা পণ্যের উপর বাড়তি শুল্ক চাপানো হয়েছে৷ তাতে চিনের বাণিজ্যিক মেরুদণ্ডে বড়সড় আঘাত বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =