নয়াদিল্লি: ভারতের তিন সশস্ত্র বাহিনীতে নিয়োগের নয়া মডেল অগ্নিপথকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে বিক্ষোভ-আন্দোলন। কিন্তু দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই এবার অগ্নিপথ প্রকল্পের নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বায়ুসেনা। জানা যাচ্ছে রবিবার এই নিয়োগ পদ্ধতি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বায়ুসেনার তরফ থেকে যেখানে উল্লেখ করা হয়েছে বায়ুসেনা বিভাগের অগ্নিবীরদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। ওই বিজ্ঞপ্তিতে একদিকে যেমন আবেদনকারীর বয়স, যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, তেমনই জানানো হয়েছে বায়ুসেনার অগ্নিবীরদের বেতন কত হবে এবং কর্তব্যরত অবস্থায় তারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনা বিভাগে আবেদন করতে পারবেন। এর জন্য কিছু বিশেষ শারীরিক পরীক্ষার প্রয়োজন হবে। মেডিক্যাল পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে পরবর্তী ছাড়পত্র। একজন অগ্নিবীরকে বায়ুসেনা যে কোনও কাজে ব্যবহার করতে পারবে। বায়ুসেনার অগ্নিবীরদের ইউনিফর্মে থাকবে বিশেষ ব্যাজ। অগ্নিবীরদের জন্য পৃথক ব়্যাংক থাকবে। প্রয়োজন অনুযায়ী অগ্নিবীরদের ট্রেনিং দেওয়া হবে।
এক ঝলকে দেখে নেওয়া যাক ভর্তির মাপকাঠি
১) ন্যূনতম বয়স ১৭.৫ বছর, সর্বোচ্চ ২৫ বছর
২) মাসিক বেতন ৩০ হাজার টাকা (প্যাকেজ)
৩) বছরে একবার করে ইনক্রিমেন্ট
৪) যেসব প্রার্থী ভর্তি হতে পারবে না, বাহিনীর তরফ থেকে তাদের এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। যে সব প্রার্থী যোগ্যতামান পূরণ করে বায়ুসেনাতে ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বাহিনীর ১৯৫০ আইন।
৫) বছরে ৩০টি ছুটি। পাবেন সিক লিভ (Sick Leave) (মেডিক্যাল বোর্ডের সুপারিশক্রমে)
৬) তৈরি করা হবে অগ্নিবীর কর্পাস ফান্ড (Agniveer Corpus Fund)। প্রত্যেক অগ্নিবীরের বেতন থেকে ৩০ শতাংশ কেটে নিয়ে তহবিলে দান করা হবে। এই অনুদান আয়কর যুক্ত নয়।
বিস্তারিত জানতে বায়ুসেনার ওয়েবসাইট দেখুন। ওয়েবসাইটের ঠিকানা https://indianairforce.nic.in/
উল্লেখ্য, অগ্নিপথ নিয়ে দেশজুড়ে চলা বিতর্ক-বিক্ষোভের মাঝেই শুক্রবার ভারতীয় বায়ুসেনা প্রধান জানিয়েছিলেন যে খুব শীঘ্রই অগ্নিবীরদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে বায়ুসেনা তরফে। সেই কথা মতোই রবিবার সকালে ভারতীয় বায়ুসেনার সরকারি ওয়েবসাইটে অগ্নিপথ মডেল সম্পর্কিত যাবতীয় তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হল।