নয়াদিল্লি : ভারতীয় বায়ুসেনার হাতে এল অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। ২০১৫ সালে মোদি সরকার ক্ষমতায় এসেই মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং সংস্থার কাছ থেকে ২২টি অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তি করে। তারই প্রথম ব্যাচ জাহাজে করে জুলাই মাসেই ভারতে চলে আসবে বলে জানিয়েছে বায়ুসেনা।
এই হেলিকপ্টারগুলি যে কোনও আবহাওয়ায় আক্রমণ করতে প্রস্তুত। এছাড়া খুব নিচু জায়গায় বায়ু থেকে বায়ু ও বায়ু থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম। এয়ার চিফ মার্শাল এ এস বুটোলা মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনায় বোয়িং সংস্থার কারখানায় এক অনুষ্ঠানে প্রথম হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।