এবার চিনের দিকে ঘুরল জাপানি মিসাইল, আসছে মার্কিন নৌসেনা! চাপে বেজিং

এবার চিনের দিকে ঘুরল জাপানি মিসাইল, আসছে মার্কিন নৌসেনা! চাপে বেজিং

নয়াদিল্লি: ইন্দো-চিন সংঘাতের আবহে এবার আরও বিপাকে চিন৷ আন্তর্জাতিক মহলের কূটনৈতিক পাচের কাছে কার্যত নাজেহাল চিনা বাহিনী৷ লাদাখ সীমান্তে ভারতের শক্ত বৃদ্ধির পাশাপাশি চিনের চিন্তা বাড়াল জাপান৷

জানা গিয়েছে, চিনের আগ্রাসন রুখতে এবার দক্ষিণ চিন সাগরের দিকে এগিয়ে আসছে মার্কিন নৌসেনার তিনটি এয়ারক্র্যাফ্ট কেরিয়ার৷ উত্তেজনা আরও বাড়িয়ে চিন সীমান্ত লক্ষ্য করে ব্যালিস্টিক মিসা‌ইল সাজাল রেখেছে জাপান৷ পূর্ব চিন সাগরের ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জাপানি প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম৷ একদিকে লাদাখ সীমান্তের ভারতের শক্তি বৃদ্ধি, অন্যদিকে, আমেরিকা, জাপানের টার্গেটকে কেন্দ্র করে চূড়ান্ত অস্বস্তিতে চিনা প্রশাসন৷

চলতি মাসে ৪টি মিলিটারি বেসে পিএসি থ্রি এমএসই মিসাইল বসিয়েছে জাপান৷ গত ফেব্রুয়ারি থেকে  টোকিওর সঙ্গে বেজিংয়ের বিবাদ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ তারউপর রয়েছে আমেরিকার বিদ্রোহ৷ ফলে, ইন্দো-চিন সংঘাতে উপমহাদেশের উত্তেজনা বাড়াচ্ছে জাপান ও আমেরিকার অবস্থান৷

অন্যদিকে, রাশিয়ার কাছ থেকে নতুন করে ১২টি মিগ ২৯ এবং সুখোই ৩০ কিনতে চলেছে ভারত৷ যত দ্রুত সম্ভব এই দুই যুদ্ধবিমান ভারতে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে রাশিয়া৷ ফলে, সব মিলিয়ে বিগত ৫৩ বছরের মধ্যে সর্ববৃহৎ সংঘাতের পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে ভারত-চিন সংঘাতকে কেন্দ্র করে৷ ইতিমধ্যেই ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে  আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স, জাপান থেকে ব্রিটেন ও অস্ট্রেলিয়া৷ জার্মান তাদের অবস্থান স্পষ্ট করেনি৷ ভারতের পুরানো বন্ধু রাশিয়ার ভূমিকা এক্ষেত্রে কী হতে চলেছে, তাও স্পষ্ট নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =