ভারতীয় ভূখণ্ড ‘সমর্পন’ করেছেন প্রধানমন্ত্রী? নয়া ব্যাখ্যা PMO-র

ভারতীয় ভূখণ্ড ‘সমর্পন’ করেছেন প্রধানমন্ত্রী? নয়া ব্যাখ্যা PMO-র

নয়াদিল্লি: নিজেদের প্রাণের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন ভারতীয় জওয়ানরা৷ লাখাদ সীমান্তে চিনা হামলা রুখে যোগ্য জবাবও দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ বাড়ছে সীমান্ত উত্তেজনা৷ চিনা হানায় যখন সীমান্তে উড়ছে বায়ুসেনার যুদ্ধ বিমান, ঠিক তখন দেশের রাজনীতিতেও উড়ে আসছে একের পর এক প্রশ্ন৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সর্বদল বৈঠকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীদের তোলা প্রশ্নের পাল্টা জবাব দিতে নয়া বিবৃতি প্রকাশ করল প্রধানমন্ত্রীর সচিবালয়৷

রাজ্যনৈতিক বিতর্ক ঢাকতে পিএমও’র তরফে জানানো হয়েছে, লাদাখে ইন্দো-চিন সংঘর্ষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে৷ প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন অনেকে৷ ভারতীয় ভূখণ্ডের চিনা বাহিনীর কোনও অস্তিত্ব নেই৷ গালওয়ানে এনওসিতে চিনা বাহিনী অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল৷  তাদের ওই অনুপ্রবেশ রুখতে গিয়ে রক্তাক্ত সংঘর্ষ ঘটেছে৷ এলওসিতে পরিকাঠামো নির্মাণ করে চিনা বাহিনী৷ নিষেধ করা সত্ত্বেও পরিকাঠামো গুটিয়ে নিতে অস্বীকার করে চিন৷ আর তা নিয়ে সংঘর্ষ বাধে৷ বিহার রেজিমেন্ট বীরত্বের সঙ্গে রুখে দিয়েছে চিনা আগ্রাসন৷ গতকাল ২০ দলীয় বৈঠকে এই বিষয়গুলি প্রধানমন্ত্রী নিজে স্পষ্ট করেছেন৷ এরপরও প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দুর্ভাগ্যজনক৷ বিবৃতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর সচিবালয়৷

গতকাল সর্বদল বৈঠক এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে তিনি জানান, ‘না কেউ ভারতের ভূখণ্ডের মধ্যে রয়েছে৷ না কেনউ কোনও সেনা ঘাঁটি দখল করে নিয়েছে৷’ চিনা সেনা ভারতে প্রবেশ করেনি বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘পূর্ব লাদাখে না কেউ আমাদের সীমানার মধ্যে চলে এসেছে৷ না কেউ রয়েছে৷ কোনও সেনা ঘাঁটি অন্যের কব্জায় নেই৷ লাদাখে আমাদের বীর জোয়ান শহীদ হয়েছেন৷ কিন্তু যারা ভারতমাতার দিকে চোখ তুলে তাকিয়ে ছিল, তাদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ তাদের এই বলিদান সব সময় প্রত্যেক ভারতবর্ষের মনে অমর হয়ে থাকবে৷’’

অন্যদিকে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী৷ টুইটে রাহুল গান্ধী জানিয়েছেন, ‘‘চিনা আগ্রাসনের কাছে ভারতীয় ভূখণ্ড সমর্পণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও ওই ভূখণ্ড চিনের হয়, তাহলে কেন আমাদের সেনাদের মরতে হল? কোথায় তাঁদের মারা হল?’’ আজ সকালে এমনই মন্তব্য করেন রাহুল গান্ধী৷ এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক৷ এরপর প্রধানমন্ত্রী দফতরের তরফে পাল্টা বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seventeen =