এবার দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে চলেছে ভারত

এবার দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে চলেছে ভারত

cabc42400ab12a2bf58e89cbda8db868

নয়াদিল্লি: সব কিছু ঠিক থাকলে আগামীদিনে প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে চলেছে ভারত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ জন বিচারপতির নামকে ‘ক্লিয়ারেন্স’ দিয়েছে। তারই জেরে মনে করা হচ্ছে, ২০২৭ সালে ভারতের প্রধান বিচারপতির আসনে দেখতে পাওয়া যাবে প্রথম কোনও মহিলা বিচারপতিকে৷

সংবাদ সংস্থা সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কলেজিয়াম যে ৯ জনের নামকে ‘ক্লিয়ারেন্স’ দিয়েছেন তার অন্যতম হলেন কর্ণাটক হাইকোর্টের বিভি নাগারাথনা। তিনিই ভারতের সম্ভাব্য প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন বলে মনে করা হচ্ছে৷ এছাড়াও ওই তালিকায় রয়েছে তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি  হিমা কোহলি এবং গুজরাত হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী৷

জানা গিয়েছে, বিচারপতিদের নামকে ‘ক্লিয়ারেন্স’ দেওয়ার ওই কলেজিয়ামে রয়েছেন  প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি উদয় ইউ ললিত, এএম খানভিলকার, ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এবং এল নাগেশ্বর রাও। তাঁরাই দেশের বিভিন্ন আদালতের ৯জন বিচারপতির নাম চূড়ান্ত করেছেন৷ ওই তালিকায় রয়েছেন অভয় শ্রীনিবাস ওকা (কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি), বিক্রম নাথ (গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), জিতেন্দ্র কুমার মহেশ্বরী (সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), সিটি রভিকুমার (কেরল হাইকোর্টের বিচারক) এবং এমএম সুন্দরেশ (কেরল হাইকোর্টের বিচারপতি)। যদিও কলেজিয়ামের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন বর্ষীয়ান আইনজীবী পিএস নরসিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *