I.N.D.I.A নামই চূড়ান্ত, বিজেপি-বিরোধী জোটের পরের বৈঠক মুম্বইয়ে

I.N.D.I.A নামই চূড়ান্ত, বিজেপি-বিরোধী জোটের পরের বৈঠক মুম্বইয়ে

নয়াদিল্লি: দেশকে আরও বেশি সঙ্গবদ্ধ করার লক্ষ্যে বিরোধী দলগুলি নিজেদের ইউপিএ বা ‘ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ জোটের নাম পরিবর্তন করতে পারে, এমন আভাস আগেই মিলেছিল। এটাও জানা গিয়েছিল যে, ভারত বা ইন্ডিয়ার নাম থাকতে পারে জোটে। অবশেষে সেই নামেই সিলমোহর পড়েছে। বিজেপি বিরোধী জোটের নতুন নাম হয়েছে, I.N.D.I.A বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স। আজ দ্বিতীয় বিরোধী বৈঠক শেষে এমনটাই ঘোষণা করা হয়েছে। 

প্রথমে পাটনা, তারপর আজ বেঙ্গালুরু, এই নিয়ে দ্বিতীয় বিরোধী শিবিরের বৈঠক হয়ে গেল। আর আজই বাতিল করা হল ইউপিএ বা ‘ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ নাম। আরও জানা গিয়েছে, পরবর্তী বিরোধী জোটের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। তবে সেই বৈঠকের আগে জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কারা কারা থাকবেন এই কমিটিতে তাও ওই বৈঠকের আগেই ঠিক করা হবে। তবে এই মুহূর্তে বলা যায়, পুরনো অস্তিত্ব ত্যাগ করে এখন কংগ্রেস নেতৃত্বাধীন নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল।  

কেন ভারত বা ইন্ডিয়া শব্দের ওপর জোর দেওয়া হচ্ছে? বিরোধী পক্ষের দাবি, বর্তমানে দেশের বৈচিত্রকে সমূলে উৎখাতের চেষ্টা চলছে৷ রাষ্ট্রবাদের নামে গোটা দেশের উপর একটা নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যা প্রকৃত ভারত নয়। যে ২৬টি দল মিলে বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, তাদের উত্থান হয়েছে জাতীয় ও আঞ্চলিক স্তরে মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও সাংস্কৃতিক-রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =