২৫ মে-র মধ্যে ভারত ৯৭% করোনামুক্ত হবে, ভরসা যোগাচ্ছে সিঙ্গাপুরের সমীক্ষা

২৫ মে-র মধ্যে ভারত ৯৭% করোনামুক্ত হবে, ভরসা যোগাচ্ছে সিঙ্গাপুরের সমীক্ষা

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ এখনো পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৪০৭৭৯৩৬ জন৷ মৃত্যু হয়েছে ২৭৯০৭১জন৷ সুস্থ হয়ে উঠেছেন ১৪২৫০৩৮ জন৷ গোটা বিশ্ব এখন করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে৷ কিন্তু করোনা মহামারীর আবহের মধ্যে এবার আশার আলো জাগালো সিঙ্গাপুরের একটি সংস্থা৷

রোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান বিবেচনা করে ভারতে করো না মুক্তি হওয়ার ইতিবাচক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে সিঙ্গাপুরের একটি সংস্থা৷ পরিসংখ্যান উল্লেখ করে জানানো হয়েছে, আগামী ৩০ মের মধ্যে বিশ্ব থেকে ৯৭% করোনাভাইরাস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে৷  আগামী ৪ জুন পর্যন্ত সেই পরিসংখ্যান পৌঁছে যাবে ৯৯%৷ আগামী ২৫ মেয়ের মধ্যে ভারতবর্ষে ৯৭% করোনা মুক্তি ঘটবে৷ আগস্টে গোটা ভারত পুরোপুরিভাবে করো না মুক্ত হয়ে যাবে বলেও সিঙ্গাপুরের ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে৷ ৩০ মের মধ্যে গোটা বিশ্ব থেকে করোনাভাইরাস সাফ হয়ে যাবে ৯৭ শতাংশ৷ ১৬ জুনের মধ্যে ৯৯% ও ২৭ নভেম্বরের মধ্যে ১০০% করো না মুক্ত হয়ে যাবে গোটা বিশ্বে৷

আগামী ১৫ মেয়ের মধ্যে আমেরিকায় ৯৭% কারামুক্ত হয়ে যাবে৷ ২৭ মে'র মধ্যে ৯৯% এবং ৫ সেপ্টেম্বরের মধ্যে ১০০% করো না মুক্ত হবে আমেরিকা৷ মে মাসে ১০টি দেশে এবং জুন মাসে ১১টি দেশে করোনার বিপদ কেটিয়ে উঠবে৷ জুলাই শেষ হওয়ার আগেই আরও ২২টি দেশে থেকে করোনা মুক্তি পাওয়া যাবে৷ আগস্ট মাসে করো না মুক্ত হবে সিঙ্গাপুর, ব্রিটেন, ইতালি, জার্মানি, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহি৷

তবে করোনা জয়ের ব্যাপারে সমীক্ষায় দেওয়া তারিখ, মাস অক্ষরে অক্ষরে মিলে যাবে সেটা ধরে নেওয়া এখনই যাচ্ছে না৷ কেননা, প্রত্যটি দেশে করোনা ভাইরাসের চরিত্র বদল ঘটেছে৷ ফলে, কোথায় সমস্যা বাড়ছে, কোথায় নিয়ন্ত্রণে পরিস্থিতি৷ করোনা মহামারীর প্রভাব এখন মার্কিন মুলুকে সব থেকে বেশি৷ তবে সমীক্ষা সংস্থার দাবি, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের গড় সময়ের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷ বেশি মাত্রায় করোনা যদি তার চরিত্রগত বদল ঘটাতে থাকে, তাহলে এই পরিসংখ্যান ওলট-পালট হয়ে যাওয়ারও আশঙ্কা দেখছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ করোনা মুক্ত হতে এখন সব থেকে বেশি প্রয়োজন সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলা৷ তাতেই মিলতে পারে সাফল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *