Aajbikel

প্রসূতি ও সদ্যোজাতের মৃত্যুতে শীর্ষ ভারত! বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট

 | 
শিশু

নয়াদিল্লি: আন্তর্জাতিক স্তরে ভারতের আরও অস্বস্তি বাড়িয়ে দিল রাষ্ট্রসংঘের রিপোর্ট। জানান হয়েছে, প্রসূতি ও সদ্যোজাতের মৃত্যুর সংখ্যায় সবার ওপরে রয়েছে এই দেশ। স্বাভাবিকভাবেই ভারতের কেন্দ্রের সরকার এই রিপোর্ট নিয়ে অসন্তুষ্ট। তবে বিরোধী মহল বিরাট উদ্বেগ প্রকাশ করেছে। কারণ বাংলাদেশ ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলিও ভারতের থেকে এক্ষেত্রে এগিয়ে আছে। 

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ইন্টারন্যাশনাল মেটারন্যাল নিউবর্ন হেল্থ কনফারেন্সে রাষ্ট্রসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, আফ্রিকার কয়েকটি দেশ সহ মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতেই প্রসূতি ও সদ্যোজাতর মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। তবে এই দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে ভারত। বাকি দেশগুলির মধ্যে অন্যতম হল নাইজেরিয়া, কঙ্গো, ইথিওপিয়া, চিন, ইন্দোনেশিয়া, আফগানিস্তান। যদিও এই রিপোর্ট তিন বছর আগের। ২০২০ সালের তথ্য অনুযায়ী এই দাবি করা হয়েছে। রিপোর্ট বলছে, ২০২০ সালে বিশ্বে ৪৫ লক্ষ প্রসূতি, সদ্যোজাত মৃত্যুর হয়েছিল যার মধ্যে ভারতে মৃত্যুর সংখ্যা প্রায় ৮ লক্ষ। একই বছর সাড়ে ৪ লক্ষ সদ্যোজাতের মৃত্যু হয় দেশে। 

রাষ্ট্রসংঘের এই রিপোর্ট আরও বলছে, সারা বিশ্বে মোট মৃত্যুর ৬০ শতাংশই ঘটেছে ১০টি দেশে। উপরিউক্ত দেশগুলিই তাদের মধ্যে রয়েছে। তবে মনে রাখতে হবে, এইসব দেশগুলির মধ্যে সবথেকে বেশি জনসংখ্যায় আপাতত দুই দেশে। সম্প্রতি চিনকে জনসংখ্যার নিরিখে টপকে গিয়েছে ভারত। কিন্তু এই রিপোর্ট অনুযায়ী, ভারতের অবস্থান মোটেই ভালো নয়। 

Around The Web

Trending News

You May like