বিতর্কের পর আজ কী জনমত সমীক্ষা প্রকাশ করল ইন্ডিয়া টুডে গ্রুপ?

নয়াদিল্লি: ভোট শেষ হওয়ার আগেই সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল ভুলবশত ‘ফাঁস’ হয়ে গিয়েছিল এক্সিট পোলের ফলাফল৷ কয়েক মুহূর্তের ভাইরাল ভিডিও৷ ফাইরাল হওয়া এক্সিট পোলে নরেন্দ্র-মোদি অমিত শাহদের কপালে চিন্তা বাড়িয়ে জয় এনে দিয়েছিল রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়দের শিবিরে৷ যদিও, ভোট শেষ হওয়ার আগে জনমত সমীক্ষার ফল ফাঁস হতেই মুখ খুলে ইন্ডিয়া টুডে গ্রুপ৷ তবে,

বিতর্কের পর আজ কী জনমত সমীক্ষা প্রকাশ করল ইন্ডিয়া টুডে গ্রুপ?

নয়াদিল্লি: ভোট শেষ হওয়ার আগেই সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল ভুলবশত ‘ফাঁস’ হয়ে গিয়েছিল এক্সিট পোলের ফলাফল৷ কয়েক মুহূর্তের ভাইরাল ভিডিও৷ ফাইরাল হওয়া এক্সিট পোলে নরেন্দ্র-মোদি অমিত শাহদের কপালে চিন্তা বাড়িয়ে জয় এনে দিয়েছিল রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়দের শিবিরে৷ যদিও, ভোট শেষ হওয়ার আগে জনমত সমীক্ষার ফল ফাঁস হতেই মুখ খুলে ইন্ডিয়া টুডে গ্রুপ৷ তবে, ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করা ইন্ডিয়া টুডে আজ ঠিক কী সমীক্ষা তুলে ধরল জানেন?

বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক্সিট পোলের সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল দুনিয়ায় ছড়িয়ে পড়ে৷ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওটিতে দেখানো হয়, এনিডিএ ১৭৭টি ও ইউপিএকে পেতে পারে ১৪১টি আসন৷ অন্যান্য আঞ্চলিক দলগুলিকে মিলিতভাবে দেওয়া হয়েছে ২২৪টি আসন৷ ওই চ্যানেলের পক্ষ থেকে দেখানো হচ্ছিল, কীভাবে তারা নিখুঁত এক্সিট পোলের ফলাফল জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ তখনই কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে ফুটে ওঠে সম্ভাব্য সমীক্ষার ফল৷ আর সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ নেট দুনিয়ায় ফলাফল ফাঁস হতেই চূড়ান্ত অস্বস্তিতে পড়ে পড়ে যায় সর্বভারতীয় ইংরেজি নিউ চ্যানেল ইন্ডিয়া টুডে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ৷ ভুলের ব্যাখ্যাও দেওয়া হয়৷

ভাইরাল ভিডিওটিতে বিরোধী শিবিরকে ক্ষমতায় বসানো ইন্ডিয়া টুডে তাদের জনমত সমীক্ষায় জানিয়েছে, এনডিএ পেতে পারে ৩৩৯-৩৬৫টি আসন৷ ইউপিএ পেতে পারে ৭৭-১০৮টি আসন৷ অন্যান্য পেতে পারে ৬৯-৯৫টি আসন৷

বিতর্কের পর আজ কী জনমত সমীক্ষা প্রকাশ করল ইন্ডিয়া টুডে গ্রুপ?

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই একটি প্রতিবেদন পেশ করে ইন্ডিয়া টুডে গ্রুপ৷ ওই সংবাদ মাধ্যম সংস্থার তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটির সঙ্গে তাদের করা সমীক্ষার কোনও মিল নেই৷ গ্রাফিক্স প্রকাশের জন্যের কিছু ডামি বা নকল নম্বর সাজানো হয়েছিল৷ এক্সিট পোলের অনুষ্ঠান সম্প্রচার করার প্রস্তুতি দেখানো হয়েছে মাত্র৷ এই সঙ্গে বাস্তবের কোনও যোগাযোগ নেই৷ আজ সেটাই কার্যত প্রমাণ করে দেখাল ইন্ডিয়া টুডে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *