১০০ কোটির মুখে দেশের টিকাকরণ! বড় পরিকল্পনা কেন্দ্রের

১০০ কোটির মুখে দেশের টিকাকরণ! বড় পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি: চলতি বছর জানুয়ারি মাসে যখন দেশের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল তখন কেউ ভাবতেও পারেনি যে বছর শেষের আগেই ১০০ কোটি মানুষ ভ্যাকসিন পাবেন। কারণ মাঝে বিরোধীরা অভিযোগ তুলেছিল যে দেশের টিকাকরণ কর্মসূচিতে ঘাটতি পড়েছে কারণ কেন্দ্রের কাছে পর্যাপ্ত টিকা নেই। যদিও সেই সমস্ত অভিযোগকে খুব একটা গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার। পরে দেখা গিয়েছে যে একাধিকবার দৈনিক ক্ষেত্রে সর্বাধিক টিকাকরণ করেছে ভারত। এখন দেশের টিকাকরণ এমন জায়গায় রয়েছে যে আর কয়েক কোটি টিকা হলেই ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে দেশ। তাই এই প্রেক্ষিতে বিরাট আকারের প্রচারের পরিকল্পনা করে রাখছে কেন্দ্রীয় সরকার।

তথ্য বলছে, দেশের ১০০ কোটি টিকাকরণ সম্পন্ন হতে বাকি রয়েছে মাত্র ৩ কোটি। নির্দিষ্ট জনসংখ্যার ৭৫ শতাংশ ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছে, এবং কমপক্ষে ৩০ শতাংশ দুটি ডোজ পেয়েছে। প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই ১০০ কোটি টিকাকরণ সম্পন্ন করতে পারবে দেশ। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সময়ের অনেক আগেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারা যাবে। তাই এদের মধ্যেই কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে ফেলেছে যে এই মাইলফলক পার করলে কী ভাবে উদযাপন করা হবে। জানা গিয়েছে, ট্রেন, বিমান এবং জাহাজে এই তথ্যের ঘোষণা করা হবে এবং একই সঙ্গে লালকেল্লায় উঠবে জাতীয় পতাকা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জন করোনার টিকা পেয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ৫৮ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 6 =