Aajbikel

দুবাইয়ে চাল পাঠাবে ভারত, মমতার সফরের পরই সুখবর

 | 
চাল

নয়াদিল্লি: এতদিন দুবাইয়ে চাল রফতানিতে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ভারত সরকার সেই নিষেধাজ্ঞা সোমবার তুলে নিয়েছে। অর্থাৎ এখন থেকে ফের দুবাইয়ে চাল পাঠাবে ভারত। সম্প্রতি দুবাই সফর করে দেশে ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের পরেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। পুরো ব্যাপারটাই কি কাকতালীয়? 

দেশের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ে চাল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছিল নয়াদিল্লি। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বর্ষার মরশুমে সবজি থেকে শুরু করে মাছ-মাংসের দাম বৃদ্ধির ইস্যু নিয়ে চিন্তা বাড়ছিল সরকারের। তাই সেই সময়ে চাল রফতানি না করাই শ্রেয় বলে মনে করেছিল কেন্দ্র। কিন্তু এখন মোট ৭৫ হাজার টন চাল রফতানি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাসমতী নয়, ভাল মানের সাদা চাল আপাতত রফতানি করা হবে। সূত্রের খবর, বর্তমানে ভারতের বাজারে চালের জোগান-চাহিদায় সামঞ্জস্য ফিরেছে। এই মুহূর্তে এমন পরিস্থিতি যে দেশবাসীর জন্য চালের জোগানে কোনও সমস্যা হবে না। তাই ফের বিদেশে চাল রফতানির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 

এমনিতে বিশ্বের প্রায় ১০০ দেশে ৪০ শতাংশ চাল রফতানি করে থাকে ভারত। দুবাই ছাড়াও সেনেগাল, টোগো, সোমালিয়া, বাংলাদেশের মতো দেশে চাল রফতানি হয়। দেশের বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেই চাল রফতানি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পেরেছে কেন্দ্র।  

Around The Web

Trending News

You May like