নজরে চিন, আরও যুদ্ধবিমান কেনার প্রস্তুতি ভারতীয় বায়ু সেনার

নজরে চিন, আরও যুদ্ধবিমান কেনার প্রস্তুতি ভারতীয় বায়ু সেনার

নয়াদিল্লি: লাদাখে সীমান্তে ইন্দো-চিন সংঘর্ষের আবহে আরও যুদ্ধবিমান কেনার তোড়জোড় শুরু করল ভারতীয় বায়ুসেনা৷ রাশিয়ার থেকে আরও এক দফায় ৩৩টি যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে ভারতীয় বায়ু সেনা৷

সূত্রের খবর, চিনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসাবে যুদ্ধকালীন তৎপরতায় আরও ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে৷ কেননা, চিনের তুলনায় শক্তির বিচারে বেশ খানিকটা পিছিয়ে ভারত৷ চিনের চোখে চোখ রেখে লড়াই করতে প্রয়োজন আরও কিছু যুদ্ধবিমান৷ বোমারু বিমানের ঘাটতি মেটাতে মিগ ২৯ এস ও সুখোইয়ের মতো আধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ রাশিয়া থেকে ৩৩টি যুদ্ধবিমান কিনতে খরচ হবে অন্তত ৬ হাজার কোটি টাকা৷ খবর সূত্রের৷

অন্যদিকে, গালওয়ান উপত্যকায় কোনও ভারতীয় সেনা জওয়ান নিখোঁজ হনননি৷ চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পর সমস্ত জওয়ানকে উদ্ধার করে আনা হয়েছে৷ নিহত ও আহত জওয়ানদের ভারতী সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে এসেছেন৷ মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন খারিজ করে জানিয়ে দিল ভারতীয় সেনা৷ লাদাখে সংঘর্ষের পর নিখোঁজ হয়ে গিয়েছেন কয়েকজন ভারতীয় জওয়ান৷ এমন দাবি করেছিল মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস৷ আজ সাংবাদিক বৈঠক করে রীতিমতো সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী৷

ভারতের কূটনৈতিক চাপের মুখে পড়ে আগের অবস্থান থেকে বেশ খানিকটা পিছু হটেছে চিনা শিবির৷ সীমান্তে উত্তেজনা প্রশমন করে নয় দাবি জানিয়েছে চিন৷ পূর্ব লাদাখে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক ইতিবাচক হয়েছে৷ দু’দেশ শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর বলে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =