নয়াদিল্লি: নামে কিবা আসে যায়! না যায়, এদেশে মামলাও হয়৷ শুনানিও৷ দেশ যখন মহামারীর বিরুদ্ধে লড়ছে, শ্রমিকা যখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, ঠিক তখন আজ নাম নিয়ে দেশের শীর্ষ আদালতে রয়েছে ‘গুরুত্বপূর্ণ’ শুনানি৷ ভারতের ইংরেজি শব্দ ‘ইন্ডিয়া’৷ কিন্তু, এবার সেই শব্দে আপত্তি জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা ঠুকেঠেন এক ব্যক্তি৷ দেশের শীর্ষ আদালতে ‘ইন্ডিয়া’ কে ‘ভারত’ করার প্রস্তাব রাখেন তিনি৷ দেশের শীর্ষ আদালতে আজ সেই নাম পরিবর্তন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা৷
এক দেশ, এক নাম৷ এই দাবি তুলে মামলা ঠুকে দাবি করা হয়েছে, এক দেশে একটাই নাম হলে জাতীয়তাবোধ জনতার মধ্যে বিপুল ভাবে বাড়াবে৷ আর সেই কারণে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট৷ সেই আর্জিও শুনেছে ধর্মাবতার! কেন্দ্রের কাছে ইতিমধ্যেই হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট৷ আজ সেই রিপোর্টের ভিত্তিতে মামলার শুনানি হওয়ার কথা৷
যদিও ভারতী সংবিধানের ১(১) অনুচ্ছেদের প্রথমেই উল্লেখ করা হয়েছে, India, that is Bharat৷ কিন্তু, মামলাকারীর এখানেই আপত্তি! এক দেশে কেন দু’টি নাম? এক্ষেত্রে সংবিধানের সংশোধন করতে হবে বলেও দাবি তোলা হয়েছে৷ মামলার গেরোয় ‘প্রশ্নে’র মুখে ভারতীয় সংবিধানের প্রথম শব্দ!
ভারতীয় সংবিধান রচনা হওয়ার পর থেকে ইংরেজিতে ইন্ডিয়া ও ভারত নাম উল্লেখ করা হয়৷ একই দেশের দু’টি নাম কেন? পরিবর্তন করতে চেলে আজ নাম মামলা উঠতে চলেছে শীর্ষ আদালতে৷
দিল্লির জনৈক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন৷ মামলাকারীর দাবি, ভারত নামটির মধ্যে লুকিয়ে রয়েছে ঐতিহ্য৷ তাঁর ইন্ডিয়াতে আপত্তি৷ দেশের নাম পরিবর্তন করা গেলে জেগে উঠবে জাতীয়তাবোধ৷ তোলা হয়েছে এমনই দাবি৷ মামলায় ১৯৪৮ সালের গণপরিষদ বিতর্কের কথা তোলা আবেদনে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে৷ সেখানে ভারত বা হিন্দুস্তান নামকরণের যে দাবি উঠেছিল, তাও তুলে ধরা হয়েছে আবেদনে৷
ভারত বা ইন্ডিয়া উৎপত্তি কোথায়? ইংরেজিতে ইন্ডিয়া নামের উত্স প্রাচীনকালে গ্রিকরা ভারতীয়দের ইন্দাস বা ইন্দোই অর্থাত সিন্ধু অববাহিকার অধিবাসী বলতেন৷ সেখান থেকে ‘ইন্ডিয়া’ উৎপত্তি বলে ধরণা করা হয়৷ ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে এসেছে বলে মনে করা হয়৷ যদিও তা নিয়ে নানান মত আছে৷ কথিত আছে, বর্ষ বা অঞ্চলটি রাজা ভরতকে দান করা হয়েছিল বলেই এর নাম ভারতবর্ষ দেওয়া হয়৷