৪০ কূটনীতিককে ভারত থেকে ফিরিয়ে নিতে হবে! কানাডাকে বার্তা নয়াদিল্লির

৪০ কূটনীতিককে ভারত থেকে ফিরিয়ে নিতে হবে! কানাডাকে বার্তা নয়াদিল্লির

india

নয়াদিল্লি: খালিস্তানী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ইস্যু নিয়ে ভারত-কানাডার সম্পর্কে চিড় ধরেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিতর্কিত দাবির পরেই কানাডার শীর্ষ কূটনীতিক অলিভিয়ার সিলভেস্টারকে বরখাস্ত করেছে মোদী সরকার। পাশাপাশি কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জানা গেল, ভারতে থাকা কানাডার কূটনীতিকদের দেশে ফিরে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে ভারত সরকার। এর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 

কানাডার ৪০ জন কূটনীতিককে দেশে ফিরে যেতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি। এর জন্য ট্রুডো সরকারকে ভারত জানিয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারতে থাকা কানাডার কূটনীতিকদের ফিরিয়ে নিতে হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীর বক্তব্য, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা তার থেকে অনেকটাই বেশি। সেই কারণে এই সিদ্ধান্ত। কিন্তু বিষয়টি একদমই না বোঝার কিছু নয় যে কেন হঠাৎ ভারত এমন সিদ্ধান্ত নিল। উল্লেখ্য, ভারতে মোট ৬১ জন কানাডিয়ান কূটনৈতিক রয়েছেন। তাদের মধ্যেই ৪০ জনকে ফিরে যেতে হবে। 

আসলে গত ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অভিযোগ করেছিলেন, সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান নিজ্জরকে গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তে ভারতের গুপ্তচর সংস্থার ভূমিকা ছিল। যদিও তারপর নিজের ভোল পাল্টে ভারতের প্রশংসা করেন তিনি। বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে ভারত আত্মপ্রকাশ করেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *