বেলাগাম করোনা, ৩১ মে পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল

বেলাগাম করোনা, ৩১ মে পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল

 

নয়াদিল্লি: দেশে লাগামহীন করোনা পরিস্থিতি। হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধের মেয়াদ আরও বাড়াল কেন্দ্রীয় সরকার৷ জানানো হল, ৩১ মে পর্যন্ত ওঠানামা করতে পরবে না আন্তর্জাতিক বিমান৷ তবে নির্দিষ্ট কিছু বিমান চলাচলে ছাড় দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- টিকা সংক্রান্ত ‘বৈষম্য’ নিয়ে প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট, জবাব দিতে হবে কেন্দ্রকে

শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ-র তরফে বলা হয়,  “বিশেষ কারণ ও পরিস্থিতি বিবেচনায় কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷’’ তবে পণ্যবাহী আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই বাধা থাকছে না৷ অন্যদিকে ভারত থেকেও কোনও বিমান আপাতত ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আমিরশাহিতে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে। ভারতে বেলাগাম করোনা পরিস্থিতির বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশের সরকার। ভারতের অন্যতন পর্যটন ডেস্টিনেশন মালদ্বীপের পর্যটন সংস্থাও জানিয়ে দিয়েছে, ভারত থেকে কোনও পর্যটক এখন তাঁদের দেশে যেতে পারবেন না। 

উল্লেখ্য, সঙ্কটজনক করোনা পরিস্থিতির জেরে গত বছর ২৩ মার্চ থেকে ভারতের নির্ধারিত আন্তর্জাতিক যাত্রী পরিষেবা স্থগিত রাখা হয়েছে৷ তবে গত বছর মে মাস থেকে দ্বিপাক্ষিক এয়ার বাবল চুক্তি ও ‘বন্দে ভারত মিশনে’ নির্দিষ্ট কিছু দেশে বিশেষ বিশেষ বিমান চলাচল শুরু করা হয়৷ দিল্লির করোনা পরিস্থিতি সঙ্গীন হওয়ার পরেই চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ভারত থেকে আসা বিমানের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে৷ 

আরও পড়ুন- লড়াই শেষ, করোনায় মৃত্যু সাংবাদিক রোহিত সারদানার

আজ ভারতে ফের নতুন রেকর্ড গড়ে করোনা সংক্রমণ৷ নতুন করে দেশে আক্রান্ত হন ৩ লক্ষ ৮৬ হাজার মানুষ৷ যার জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১.৮৭ কোটি৷ পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও সাহায্য আসতে শুরু করেছে৷ ইতিমধ্যেই সাহায্য পাঠিয়েছেম আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া৷ সাহায্য আসছে বাংলাদেশ থেকেও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eighteen =