Aajbikel

কানাডার নাগরিকদের ভিসা বন্ধ! কড়া সিদ্ধান্ত নিল মোদী সরকার

 | 
modi

নয়াদিল্লি: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতের মদত রয়েছে বলে দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নয়াদিল্লির পাল্টা বক্তব্যের পরেও নিজের মন্তব্যে অনড় রয়েছেন তিনি। আর এতে দুই দেশের সম্পর্ক যে আরও খারাপের দিকে যাচ্ছে তা স্পষ্ট। আগেই কানাডার শীর্ষ কূটনীতিক অলিভিয়ার সিলভেস্টারকে বরখাস্ত করেছে মোদী সরকার। এবার এক ধাপ এগিয়ে পদক্ষেপ করা হল। তাতে চাপ বাড়ল কানাডার। 

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। একই সঙ্গে কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি। বলা হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা যে বাড়ছে তা অবশ্যভাবে বলা যায়। এর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হয় এবং কানাডার ভারতীয়দের ওপর কেমন চাপ তৈরি হয়, তা দেখতে হবে।  

আসলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্পষ্ট দাবি, ভারত নাকি কানাডায় চর ঢুকিয়ে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছে। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টের সম্ভাব্য যোগের অভিযোগের তদন্ত করছে। কানাডার প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে ঝড় তুলেছে।

Around The Web

Trending News

You May like