নয়াদিল্লি: আরও শক্তিশালী ভারতীয় ব্রহ্মস৷ সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ৷ সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপনে চিন্তা বাড়েছে চিন ও পাকিস্তানের৷ অত্যাধুনিক এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ৪০০ কিমির বেশি দূরে কোনও লক্ষ্যবস্তুতে নিখুত নিশানায় আঘাত হানতে সক্ষম৷ ভারত-চিন সীমান্ত সংঘাতের মাঝে ভারতের এই ব্রহ্মস দূরপাল্লার সফল উৎক্ষেপণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷
ডিআরডিওর পিজে-১০ প্রকল্পের আওতায় ওড়িশা থেকে ব্রহ্মসে সফল পরীক্ষা চালানো হয়৷ উৎক্ষেপণের পর নির্দিষ্ট লক্ষ্যে আঘাত ঘটিয়েছে৷ পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে৷ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ডিআরডিওর সমস্ত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জি সতীশ রেড্ডি৷ প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এই সাফল্য আত্মনির্ভর ভারত গঠনের ডাককে আরও মজবুত করবে বলেও জানিয়েছেন রাজনাথ৷
নয়া এই ব্রহ্মস সাবমেরিন থেকে শুরু করে জাহাজ, যুদ্ধ বিমানের পাশাপাশি মাটি থেকেও ছোঁড়া সম্ভব৷ ব্রহ্মসের নিশানা ৪৫০ কিলোমিটার৷ বর্ধিত পাল্লার এই ক্রুজ মিসাইলের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল ২০১৭ সালের মার্চে৷ ২০০৫ সালে ব্রহ্মস প্রথম ভারতীয় নৌবাহিনীর আইএনএস রাজপুত জাহাজের যুক্ত করা হয়েছিল৷ সেটাই ছিল শুরু৷