আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত! বাঁচতে হবে, এগোতে হবে: মোদি

আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত! বাঁচতে হবে, এগোতে হবে: মোদি

 

নয়াদিল্লি: করোনা আবহে জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সতর্ক থেকে করোনার বিরুদ্ধে লড়াই করারও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি৷

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী সব থেকে বেশি জোর দেন আত্মনির্ভরতার ওপর৷ জানান দেশবাসী আত্মনির্ভর হলে ভারতের আর্থিক অবস্থা আরও উন্নতি হবে৷ বলেন, ‘‘আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত৷ নিজেদের সংকল্প আরও মজবুত করতে হবে৷ আরও দৃঢ় সংকল্প করতে হবে৷ আমাদের একবিংশ শতাব্দীর ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে৷ সেই জন্য আমাদের হতে হবে আত্মনির্ভর৷ আত্মনির্ভর হতে পারলে আমরা গোটা বিশ্বকে জয় করতে পারব৷ আজ আমাদের বাঁচতে হবে৷ এগিয়ে যেতে হবে৷’’

আজ প্রধানমন্ত্রী বলেন, ‘‘একটি ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে৷ এই একটা ভাইরাস জীবন বাঁচানোর জন্য লড়াই শুরু হয়ে গিয়েছে৷ সবাই এখন জীবন বাঁচানোর যুদ্ধে নেমে পড়েছেন৷।  এরকম সংকট আমরা কখন দেখেছি না শুনেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =