Aajbikel

অধিকৃত কাশ্মীর থেকে সরে যান! পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের

 | 
ভারত

নয়াদিল্লি: সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বরাবর বিশ্বমঞ্চে তুলোধনা করে এসেছে ভারত। জম্মু-কাশ্মীর ইস্যু নিয়েও রাষ্ট্রসংঘে নয়াদিল্লি একহাত নিয়েছে পড়শি দেশকে। এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি দেওয়া হল। পাকিস্তানের তরফ থেকে সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে মন্তব্য করা হয়েছিল। এরপরই ভারত কড়া বার্তা দিয়েছে। স্পষ্ট বার্তা, অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে তাদের। 

রাষ্ট্রপুঞ্জের আলোচনা সভায় ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট পাকিস্তানের উদ্দেশে বলেন, ভারতের বিরুদ্ধে অপপ্রচারের জন্য পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চকে বারংবার ব্যবহার করে। অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করতে এই কাজ করে তারা। কিন্তু ইসলামাবাদের এই পন্থা গোটা বিশ্ব ধরে ফেলেছে। পাকিস্তানকে বারবার বলা হয় সন্ত্রাসে রাশ টানতে এবং কাশ্মীর নিয়ে মাথা না ঘামাতে। এবারও তাই বলা হল। পাকিস্তানকে ভারতের কড়া বার্তা, সন্ত্রাস বন্ধ করতে হবে এবং অধিকৃত কাশ্মীর থেকে সরে যেতে হবে। একই সঙ্গে, সে দেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটছে তাতেও সম্পূর্ণ লাগাম টানার কথা বলা হয়েছে। 

Around The Web

Trending News

You May like