গোটা বিশ্বকে তাক লাগিয়ে আধুনিক সমরাস্ত্র প্রদর্শন ভারতের

গোটা বিশ্বকে তাক লাগিয়ে ৭০তম প্রজাতন্ত্র দিবসের রাজপথে আধুনিক সমরাস্ত্র প্রদর্শন করল ভারত৷ এদিন রাজপথে প্রথমবার নামল স্বয়ংক্রিয় বজ্র কামান৷ প্রদর্শিত হয় নাইন্টি ট্যাঙ্ক৷ আলট্রা লাইট হাউত্জার, আকাশ ক্ষেপণাস্ত্র৷ এছাড়াও ছিল একাধিক মিসাইল ও একাধিক আধুনিক অন্ত্র প্রদর্শন৷ অন্যদিকে, আকাশ পথেও ছিল নয়া চমক৷ নয়াদিল্লির আকাশে চমকপ্রদ প্রদর্শনী করে ভারতীয় বিমানবাহিনী৷ আকাশ চিরল জাগুয়ার, সুখোই,

গোটা বিশ্বকে তাক লাগিয়ে আধুনিক সমরাস্ত্র প্রদর্শন ভারতের

গোটা বিশ্বকে তাক লাগিয়ে ৭০তম প্রজাতন্ত্র দিবসের রাজপথে আধুনিক সমরাস্ত্র প্রদর্শন করল ভারত৷ এদিন রাজপথে প্রথমবার নামল স্বয়ংক্রিয় বজ্র কামান৷ প্রদর্শিত হয় নাইন্টি ট্যাঙ্ক৷ আলট্রা লাইট হাউত্জার, আকাশ ক্ষেপণাস্ত্র৷ এছাড়াও ছিল একাধিক মিসাইল ও একাধিক আধুনিক অন্ত্র প্রদর্শন৷

অন্যদিকে, আকাশ পথেও ছিল নয়া চমক৷ নয়াদিল্লির আকাশে চমকপ্রদ প্রদর্শনী করে ভারতীয় বিমানবাহিনী৷ আকাশ চিরল জাগুয়ার, সুখোই, আধুনিক মিগ ২৯, রাজপথের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা গেল পণ্যবাহী হারকিউলিস বিমানকেও৷ ৪০০ কিলোমিটার দূরে নজর রাখতে সক্ষম অ্যাওয়াক্স বিমান৷ প্রদর্শিত হল বায়ো ফুয়েলে ওড়া এএন থার্টিটু বিমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + four =