করো‌না আতঙ্কের জের, ৪ দেশের ভিসা বাতিল করল ভারত

করো‌না আতঙ্কের জের, ৪ দেশের ভিসা বাতিল করল ভারত

1465494309abb11bc2e16c4e722894b3

নয়াদিল্লি: মঙ্গলবারের হিসেব বলছে শুধু উত্তরপ্রদেশে করোনাভাইরাসে ছয় জন আক্রান্ত হয়েছেন। এই খবর প্রকাশ পাওয়ার পরেই দেশে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছেন, করোনা নিয়ে দেশের মানুষের এখনই ভয় পাওয়ার কো‌নও কারণ নেই। তবে সেই আশ্বাসবানী যে মুখেই তা ভারত সরকারের পরবর্তী সিদ্ধান্তে প্রকাশিত হল। চার দেশ থকেকে আগত বিদেশিডজের ভিসা বাতিল করল ভারত সরকার। পাশাপাশি সমস্ত ভারতীয়কে  ইতালি, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়ায় যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

৩ মার্চ বা তার আগে ইতালি, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে ভারতে আসার অনুমোদিত ভিসাগুলো বাতিল করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। জানানো হয়েছে, কেউ যদি কোনও গুরুত্বপূর্ণ কারণে ভারতে আসতে চান, সেক্ষেত্র নিকটবর্তী ভারতীয় দূতাবাস থেকে ফের আবেদন করতে হবে। সারা বিশ্বে করনোভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ৫ ফেব্রুয়ারি থেকেই চিনের কোনও অধিবাসীর নিয়মিত ভিসা অথবা ই-ভিসা বাতিল করা হয়েছিল। তা এখনও কার্যকর থাকবে। কেউ কোনও জরুরি কারণে এদেশে আসতে চাইলে তাঁকে নতুন করে ভিসার আবেদন করতে হবে নিকটস্থ দূতাবাসে। আরও জানানো হয়েছে, যে বিদেশিরা চিন, ইরান, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও জাপানে গিয়েছিলেন ১ ফেব্রুয়ারি বা তার পরে, তাঁদের ভারতে প্রবেশ আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে এও জানানো হয়েছে, রাষ্ট্রসঙ্ঘ বা অন্য কোনও আন্তর্জাতিক পরিষদের কোনও কর্মী, কিংবা ওই সব দেশের বিমানকর্মীদের ছাড় দেওয়া হয়েছে এই বিধিনিষেধ থেকে। তবে সকলেরই ‘মেডিক্যাল স্ক্রিনিং’ বাধ্যতামূলক। পাশাপাশি যে কোনও আন্তর্জাতিক উড়ানে এদেশে আসা পর্যটকদের ব্যক্তিগত তথ্যসহ স্ব-ঘোষণা ফর্ম পূরণ করতে হবে এবং নিজের ভ্রমণ ইতিহাস জানাতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *