নয়াদিল্লি: গতকাল অর্থাৎ মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা রিপোর্ট সামনে আসার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দেশের বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছিল প্রায় দুই সপ্তাহ পর দেশে বেশ কিছুটা কমেছে করোনার দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কিন্তু তারপর ২৪ ঘণ্টাও কাটলো না, দেশজুড়ে ফের রেকর্ড হারে বৃদ্ধি পেল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধ সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করোনা রিপোর্ট জানান দিচ্ছে দেশে এক ধাক্কায় একদিনে করোনার সংক্রমণ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী একদিনে সংক্রমণের হার এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে ২৪.৮ শতাংশ।
বুধবার সকালে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২০৫ জন। গতকাল এই সংখ্যাটাই আড়াই হাজারের কাছাকাছি ছিল বলে খবর। এর সঙ্গেই জানা যাচ্ছে আক্রান্তের সংখ্যার নিরিখে এদিনও শীর্ষ স্থানে অবস্থান করছে রাজধানী দিল্লি, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র দিল্লিতেই করোনা আক্রান্ত হয়েছেন ১৪১৪ জন। তবে শুধু করোনা আক্রান্তের সংখ্যা নয়, করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যাও গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে বলে খবর। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৫০৯, যাতে গত ২৪ ঘন্টায় যোগ হয়েছে আরও ৩৭২ জন।
অন্যদিকে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এদিন শুধুমাত্র করোনার দৈনিক সংক্রমণ কিংবা অ্যাকটিভ কেস নয়, করোনার মৃত্যুর সংখ্যাও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে একদিনে দেশে ৩১ জন করোনার বলি হয়েছেন। মৃত ৩১ জনের মধ্যে ২৯ জনই কেরলের বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন মহারাষ্ট্র এবং একজন দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮০২ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭ শতাংশ। অন্যদিকে এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যুর হার ১.২২ শতাংশ বলে জানা গিয়েছে।