নয়াদিল্লি: নতুন বছর শুরু আগে কিছুটা হলেও স্বস্তি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গত বেশ কয়েকমাসের তুলনায় অনেকটাই কম। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৭৩২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ মাসে এটি হল সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা।
করোনায় আক্রান্ত হয় নতুন মৃত্যুর মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৬২২ জন। দেশে বর্তমানে মোট সক্রিয় করোনা রোগী ২ লক্ষ ৭৮ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৪৩০ জন। এই সংখ্যা মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে ৯৭ লক্ষ ৬১ হাজার ৫৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার শতকরা হার ৯৫.৮২ শতাংশ। ২৬ ডিসেম্বর ভারতে করোনা ভাইরাসের ৯ লক্ষ ৪৩ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনা ১৬ কোটি ৮১ লক্ষ ২ হাজার ৬৫৭টি।
তবে করোনার গ্রাফ যে নামছে তা কয়েকদিন আগে থেকেই বোঝা গিয়েছিল। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনা সংক্রমণ ধরা পড়েছে মাত্র ২৩,০৬৭টি। যা বৃহস্পতিবারের তুলনায় ৬ শতাংশ কম। ফলে এদিন ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যাটা পৌঁছেছে ১,০১,৪৬,৮৪৫-এ। আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য চিন্তা বাড়িয়েছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২৪ হাজার ৬৬১ জন। যা বৃহস্পতিবারের থেকে অনেকটা কম। তবে, দৈনিক আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮১ হাজার ৯১৯ জন। এই মুহূর্তে দেশের সার্বিক সুস্থতার হার প্রায় ৯৫.৭০ শতাংশের কাছাকাছি। যে পাঁচ রাজ্যে অ্যাকটিভ কেস সবচেয়ে বেশি সেই মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, বাংলা, এবং ছত্তিশগড়ে পজিটিভিটি রেট ৫ শতাংশে নেমে গিয়েছে।
Landmark peak in India’s Covid19 trajectory- Daily new cases drop to 18,732 after 6 months.https://t.co/btuueGmJPu pic.twitter.com/vBmDDEj673
— Ministry of Health (@MoHFW_INDIA) December 27, 2020
📍#COVID19 India Tracker
(As on 27 December, 2020, 08:00 AM)➡️Confirmed cases: 1,01,87,850
➡️Recovered: 97,61,538 (95.82%)👍
➡️Active cases: 2,78,690 (2.74%)
➡️Deaths: 1,47,622 (1.45%)#IndiaFightsCorona#Unite2FightCorona#StaySafeVia @MoHFW_INDIA pic.twitter.com/YXgWiSlTxW
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) December 27, 2020