দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মহারাষ্ট্র-কেরলে আক্রান্তের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মহারাষ্ট্র-কেরলে আক্রান্তের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি

নয়াদিল্লি: দেশে ফের দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। সোম এবং মঙ্গলে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার উল্লেখযোগ্য হারে পতনের পর বুধবার আরও একবার বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধ সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের করোনা রিপোর্ট অনুযায়ী দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৪৫ জন। আগের দিনের থেকে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে দেশে দৈনিক আক্রান্তের হার।

 

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও এদিন দেশে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যা কিন্তু উল্লেখযোগ্য হারে কমেছে। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিন এদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ছয় জনের। এরমধ্যে কেরলের বাসিন্দা দুজন এবং মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও দিল্লিতে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিগত কয়েক দিন তো বটেই, গত মাসে দেশে করোনার এত কম মৃত্যুহার আগে চোখে পড়েনি। অন্যদিকে এদিনও দেশে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিন এদেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২৩৬ জন। একদিনে প্রায় ৩০০ বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা।

তবে আপাতদৃষ্টিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও বিশেষজ্ঞ মহলের নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে কেরল এবং মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণের লাগামছাড়া বৃদ্ধি। প্রসঙ্গত চলতি বছরে ওমিক্রনের দাপট সামলে ওঠার পরে দেশের প্রায় প্রতিটি রাজ্যেই করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ব্যতিক্রমী রাজ্য কেরল। দক্ষিণের এই রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা এবং দৈনিক মৃতের সংখ্যা বরাবরই ঊর্ধ্বমুখী। কিন্তু বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে কেরলের প্রায় ঘাড়ে নিশ্বাস ফেলছে মহারাষ্ট্র। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১১ জন। এদিকে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭২৬। অন্যদিকে জানা যাচ্ছে বিগত কয়েক মাসে এটাই মহারাষ্ট্রের সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা। সম্প্রতি মারাঠা ভূমিতে একসঙ্গে এত মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হননি বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। ফলে করোনা নিয়ে যে দেশের বেশ কয়েকটি রাজ্যে উদ্বেগ ফের বাড়ছে তা এক কথায় স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *