টিকাকরণে ১০০ কোটির মাইলফলক! সাফল্যের শীর্ষে ভারত

টিকাকরণে ১০০ কোটির মাইলফলক! সাফল্যের শীর্ষে ভারত

 

নয়াদিল্লি:  করোনার টিকাকরণে ইতিহাস গড়ল ভারত৷ মাত্র ২৭৯ দিনে টিকাকরণে ১০০ কোটির মাইলফলক পাড় করল দেশ৷ ঘড়ির কাটা তখন ১০টা ছোঁয়নি৷ তার আগেই কেন্দ্রের ঘোষণা, দেশ ১০০ কোটি টিকাকরণের রেকর্ড ছুঁল৷ বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ ভারতের ধারেকাছেই নেই৷ নিঃসন্দেহে সাফল্যের ইতিহাস লিখল মোদী সরকার৷   

আরও পড়ুন- অরুণাচল সীমান্তে চড়ছে উত্তজনার পারদ, অত্যাধুনিক কামান মোতায়েন করল ভারতীয় সেনা

আজ সকালে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, সকলেই দেশবাসীর সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন৷ সকলকে অভিনন্দনও জানান৷ সকাল ৯টা ৪৮ মিনিটে প্রথম সুখবরটি দেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ তিনি টুইটে লেখেন, “সকল ভারতবাসীকে অভিনন্দন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায় ও তাঁর সুযোগ্য নেতৃত্বেই এই সাফল্য সম্ভব হল।” 

অন্যদিকে আজকের এই দিনটাকে বিশেষ ভাবে উদযাপন করবে কেন্দ্র৷ দিল্লির লালকেল্লায় উড়বে দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকা৷ সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ টিকাকরণের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিশেষ তথ্যচিত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ অন্যদিকে টিকাকরণের এই সাফল্যকে আগামী পাঁচ রাজ্যের নির্বাচনে কাজে লাগাতে চাইবে গেরুয়া শিবির৷ 

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রীও৷ তিনি বলেন, “আজ ইতিহাস গড়ল ভারত। ভারতীয় বিজ্ঞান, উদ্যোগ ও ১৩০ কোটি জনগণের মিলিত প্রচেষ্টাতেই ভারত ১০০ কোটি করোনা টিকার মাইলফলক স্পর্শ করল৷ দেশের সমস্ত চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই, যারা এই লক্ষ্যপূরণে সাহায্য করেছেন।”  ভারতকে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক মহল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *