নয়াদিল্লি: করোনা সংক্রমণ মোকাবিলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞ তামাম দেশবাসী। এই জরুরি পরিস্থিতি তাঁরাই যে প্রধান ভরসা, সেই কথা শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তবে করোনার এই জটিল পরিস্থিতিতে রাতদিন কাজ করছে ভারতীয় ডাক বিভাগও। গোটা দেশ জুড়ে চিকিৎসা সংক্রান্ত ইকুইপমেন্ট, ওষুধ পৌঁছে দিচ্ছে ইন্ডিয়া পোস্ট। কোনও কোনও রাজ্যে বাড়ি গিয়ে গিয়ে মানুষের হাতে টাকাও তুলে দিচ্ছে তারা।
গোটা দেশ জুড়ে লকডাউন। বন্ধ রেলের মতো যাত্রী পরিষেবাও। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাইরে সাধারণ মানুষ ঘরবন্দিই। তবে যান পরিবহন একপ্রকার বন্ধ থাকায় জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছে ভারতীয় ডাক বিভাগ। লকডাউনের মধ্যে লাল রঙের ডাকবিভাগের গাড়ি করোনা মোকাবিলা অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে। এমনিতেই ভারতীয় ডাক বিভাগ ৬ লক্ষ গ্রামের সঙ্গেও সরাসরি যুক্ত। তাই দূর-দূরান্তে চিকিৎসার যন্ত্রপাতি পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে ইন্ডিয়ান পোস্টের লাল গাড়ি। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পরিষেবাও দিচ্ছে তারা। এছাড়াও দেশবাসীর জন্য সরকারের পদক্ষেপকেও বাস্তবায়িত করছে তারা।
সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছে বাড়ির দরজায়। লকডাউনের পরিস্থিতিতে বন্ধ গোটা দেশ। কাজকর্মও বন্ধ। এই পরিস্থিতিতে বহু মানুষের হাতে টাকা নেই। তাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে টাকা তুলে দেওয়ার কাজও করছে ডাক বিভাগ। এক্ষেত্রে কেরল সরকার তাদের সাহায্য নিয়ে জনসাধারণের হাতে তুলে দিচ্ছে নগদ টাকা। জম্মু ও কাশ্মীরেও দেখা গেছে প্রায় একইরকম দৃশ্য। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ পরিষেবা জারি রেখেছে ইন্ডিয়ান পোস্ট। টাকা জমা দেওয়া থেকে টাকা তোলার সুবিধাও পাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে কর্নাটক স্টেট ম্যাঙ্গো ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বোর্ড (কেএসএমডিএমবি) ভারতীয় ডাক বিভাগের সাহায্যেই টাটকা আম সরবরাহ করছে রাজ্য জুড়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে প্রায় সর্বত্রই বিশেষ পরিষেবা দিচ্ছে ডাক বিভাগ।