নয়াদিল্লি: ইন্দো-চিন সীমান্ত সংঘাতে আহবে এবার নয়া কৌশল নিল কেন্দ্র৷ বাণিজ্যিক যুদ্ধে চিনকে কোণঠাসা করতে মরিয়া চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ চিনা সংস্থাগুলির ওপর চাপ বাড়াতে নয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র৷
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে পণ্য বিক্রি করতে গেলে, ওই পণ্য কোন দেশে উৎপাদিত, তা উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে৷ ই-কমার্স সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে বাণিজ্যমন্ত্রক৷ জানানো হয়েছে, এখন থেকে বড় হরফে উৎপাদনকারী সংস্থার দেশের নাম উল্লেখ করতে হবে৷ এই নির্দেশ কার্যকর করতে আগামী একমাস সময় লাগবে বলে জানিয়েছে ই-কমার্স সংস্থাগুলি৷
অন্যদিকে, চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তত ৩০০টি চিনা পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক বসাতে চলছে কেন্দ্রীয় সরকার৷ ইতিমধ্যেই তা কার্যকর হওয়ার পথে৷ অতিরিক্ত শুল্ক চপানো হয়েছে পাঁচ বছরের জন্য৷ চিনা সোলার উপকরণে ২০% শুল্ক চাপানো হবে৷ কনেনা, সোলার শিল্পে চিন ভারতে বাজার ৮০ শতাংশ দখল করে রেখেছে৷ চিনের দাপটে ভারতীয় সোলার প্যানেল উপকরণ নির্মাণে যুক্ত সংস্থাগুলি এতদিন মার খাচ্ছিল৷ এবার শুল্ক বেড়ে যাওয়ায় কিছুটা সুরাহা পেতে পারে ভারতীয় সংস্থা৷
ভারত-চিনের মধ্যে ২০১৮-২০১৯ অর্থবর্ষে ৮ হাজার ৮০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়৷ ৫ হাজার ৩০০ কোটি ডলার গিয়েছে চিনের পকেটে৷ এবার চিনা পণ্যের বিপুল সংখ্যক শুল্ক চাপানোর ঘটনায় আয় বাড়তে চলেছে কেন্দ্রের৷ ইতিমধ্যেই দু’টি ভাগে ৩০০টি চিনা পণ্য চিহ্নিত করে চড়া হারে শুল্ক আরোপ করা হয়েছে৷