নয়াদিল্লি: কোনও দেশের পাসপোর্টের গুরুত্ব কতটা, তা নির্ভর করে সেই দেশের নাগরিকরা ভিসা ছাড়া কত সংখ্যক দেশে যেতে পারেন, তার উপরে। কিন্তু মোদী জমানায় ভিসা ছাড়া দেশে প্রবেশের সংখ্যা বাড়লেও পাসপোর্ট র্যাঙ্কিং কমেছে। কারণ, অন্যান্য দেশ এই ক্ষেত্রে যে হারে উন্নতি করেছে, ভারত তা পারেনি। তবে স্বস্তির ব্যাপার, আগে ভারতীয় নাগরিকরা ৫২ দেশে ভিসা ছাড়া যেতে পারলেও এখন ৫৮ দেশে যেতে পারেন। কিন্তু ভারতের পাসপোর্ট র্যাঙ্কিং ১৯৯ দেশের মধ্যে ৭৮ থেকে নেমে হয়েছে ৯০।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত বিষয়ে রিপোর্ট তৈরি করে। তাদের রিপোর্ট অনুযায়ী, তালিকায় ১৯৯ দেশের মধ্যে সবার উপরে রয়েছে জাপান ও সিঙ্গাপুর। এই দুই দেশের নাগরিকরা ১৯৯ দেশের মধ্যে ১৯৩ দেশে ভিসা ছাড়া যেতে পারেন। দ্বিতীয় স্থানে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এই দেশের নাগরিকরা ১৯০ দেশে যেতে পারে ভিসা ছাড়া। আর তৃতীয় স্থানে রয়েছে চারটি দেশ। ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ ও স্পেন। ওই দেশগুলির নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারে ১৮৯ দেশে। সেই ভারতে যেতে পারে মাত্র ৫৮ দেশে। এই দেশ গুলির মধ্যে রয়েছে, বারবাডোজ, ভানুয়াতু, কাতার, সার্বিয়া, ফিজি, ভূটান, লাওস, সেনেগাল, মরিশাশ, টিউনিশিয়া ইত্যাদি। আবার প্রবেশের পর ভিসা লাগবে জিম্বাবুয়ে, উগান্ডা, টোগো, ইরান, জর্ডন, এই সব দেশে।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে, ভারতের পাসপোর্টের গুরুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় বেড়েছে আগের থেকে। কিন্তু সঙ্গে সঙ্গেই বিরোধীরা এর বিরোধিতা করতে শুরু করে। তবে এই রিপোর্ট একেবারেই অমিত শাহের মন্তব্যের অনুকুলে যাচ্ছে না তা স্পষ্ট। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের এই তালিকায় সবার শেষে, ১১৬ নম্বরে রয়েছে আফগানিস্তান। ১১৩ নম্বরে রয়েছে পাকিস্তান এবং তাদের আগে ১০৮ নম্বরে রয়েছে বাংলাদেশ।