করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল ভারত, লাফিয়ে বাড়ছে সংখ্যা

করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গেল ভারত, লাফিয়ে বাড়ছে সংখ্যা

নয়াদিল্লি: করোনা রুখতে লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও কমছে না করোনা সংক্রমণ৷ দিনে দিনে সংক্রমণের রেকর্ড গড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ টেস্টের পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে, ততই বাড়ছে আক্রান্তের সংস্থা৷ লকডাউনের ৫৩ তম দিনে করোনা আক্রান্তের সংখ্যায় চিনকেও এবার টপকে গেল ভারত৷ গত ২৪ ঘণ্টায় বেড়েছে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে৷ আর তার জেরে বিশ্বের মধ্যে ১১তম স্থানে উঠে এসেছে ভারত৷

পরিসংখ্যান বলছে, চিনে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৮ জন৷ শনিবার চিনকে ছাপিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৪০৷ শেষ ২৪ ঘণ্টায় ৩৯৭০ জন আক্রান্ত হয়েছেন বলে খবর৷ মৃত্যু হয়েছে ১০৩ জনের৷ দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫২ জন৷ তবে, আক্রান্তের হিসাবে ভারত চিনকে ছাপিয়ে গেলেও মৃত্যুর হার অনেক কম৷ চিনে মৃত্যুর হার ৫.৫ শতাংশ৷ ভারত ৩.২ শতাংশে মৃত্যুর হার বেধে রাখতে পারছে নামমাত্র পরিকাঠামো ব্যবহার করে৷ মৃত্যুর হার কম থাকার পাশাপাশি ভারতের এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷ সুস্থতার হার এখন ৩৫.০৮ শতাংশ৷ যা গোটা বিশ্বের কাছে সাফল্যের দাবিদার ভারত৷

গতবছর নভেম্বরে চিনের হুবেই প্রদেশ থেকে প্রথম করোনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷ ২৩ জানুয়ারি লকডাউন ঘোষণা করে চিন৷ ৮ এপ্রিলে লকডাউন তুলে নেয় চিনা প্রশাসন৷ কিন্তু তত দিনে গোটা বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করে দিয়েছে চিন থেকে ছড়িয়ে পড়া করোনা৷ ভারতে প্রথম  করোনা সংক্রমণ ছড়ায় চলতি বছরের ৩০ জানুয়ারি৷ কেরল থেকে ধীরে ধীরে গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি বিবেচনা করে ২৫ মার্চ দেশেজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চতুর্থ দফায় লকডাউন বাড়তে চলেছে৷ কিন্তু, লকডাউনের ৫৩ তম দিনে সংক্রমণের দিক থেকে চিনকে টপকে গেল ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =