ভারত-নেপাল সম্পর্কের বন্ধন অনেকটা ‘রোটি-বেটি’র মতো: রাজনাথ সিং

ভারত-নেপাল সম্পর্কের বন্ধন অনেকটা ‘রোটি-বেটি’র মতো: রাজনাথ সিং

ea766afc616cb4ae794bd3207b1bd555

 

নয়াদিল্লি:  নয়াদিল্লির আপত্তি উড়িয়ে নেপালের নয়া মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় এলাকা লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে৷ নেপালের এই মানচিত্রকে কেন্দ্র করে শুরু হয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন৷ ভারতের প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকাকে নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে নেপাল। এই সীমান্ত উত্তেজনার মাঝেই সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, ভারত আর নেপালের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া হবে৷ ভারত আর নেপাল সম্পর্ক অনেকটা ‘রোটি-বেটি’র মতো৷ 

সোমবার একটি ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখার সময় রাজনাথ সিং বলেন, ‘‘ভারত আর নেপালের সম্পর্ক মজবুত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে৷ আমাদের মধ্যে সম্পর্ক রোটি-বেটি’র৷ বিশ্বের কোনও শক্তিই দুই দেশের মধ্যে থাকা সুসম্পর্ককে ভেঙে দিতে পারবে না।’’ তবে ভারত-নেপাল সীমান্ত ইস্যুতে রাজনাথ সিং বলেন, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) উত্তরাখণ্ডের লিপুলেখে যে রাস্তা তৈরি করেছে তা একান্তভাবেই ভারতের অংশ৷ এছাড়াও লিম্পিয়াধুরা আর কালাপানি এলাকা ১৯৬২ থেকে ভারতের সীমানার অংশ বলে বরাবর দাবি করে এসেছে ভারত। কিন্তু এখন নেপালের সংশোধিত মানচিত্রে এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে কাঠমাণ্ডু৷ 

এদিকে, গতকাল অর্থাৎ ১৪ জুন বিহারের সীতামারহি জেলায় নেপালিস বর্ডার গার্ডের হাতে ভারতীয়ের মৃত্যুর প্রতিবাদে নেপালের বিরুদ্ধে সুর চড়িয়েছিল ভারত৷ উল্লেখ্য, গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে কিছু জনতাকে লক্ষ্য করে গুলি চালায় নেপালিস আর্মড পুলিশ ফোর্স৷ এই ঘটনায় মৃত্যু হয় ২২ বছরের এক কৃষকের৷ এছাড়াও একজন ভারতীয়কে হেফাজতেও নেয় নেপাল পুলিশ ফোর্স৷ এই ঘটনার চরম নিন্দা করে ভারত৷ সীমান্তে উত্তেজনার মাঝেই এই ঘটনাটি ঘটে৷ গত শনিবার নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে দেশের দ্বিতীয় সংবিধান সংশোধনী বিলটি সর্বসম্মতিতে পাশ হয়ে যায়৷ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বামপন্থী সরকারের আনা বিলকে সমর্থন জানায় নেপালি কংগ্রেস, আরজেপি-এন এবং আরপিপি-র মতো বিরোধী দলের সব সদস্য। তবে ভারতের দাবি, কাঠমাণ্ডু যে দাবি করছে, তাঁর কোনও ঐতিহাসিক ভিত্তি নেই৷

তবে এদিন রাজনাথ সিং বলেন, ‘‘নেপালের সঙ্গে আমাদের সামাজিক, ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, নেপালের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে কোনও তিক্ততা থাকতে পারে না। দু’দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে৷ আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *