করোনা রুখতে প্রয়োজন ৩৮ লক্ষ মাস্ক, চিন্তা বাড়াচ্ছে চরম ঘাটতি

করোনা রুখতে প্রয়োজন ৩৮ লক্ষ মাস্ক, চিন্তা বাড়াচ্ছে চরম ঘাটতি

নয়াদিল্লি:  ভারতে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, সেই হারে বাড়ছে মাস্ক এবং অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জামের চাহিদা বাড়ছে৷ একই সঙ্গে স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে তোলা হচ্ছে ঘাটতির অভিযোগ৷
করোনাভাইরাস সক্রমণের রুখতে ভারতে কমপক্ষে ৩৮ লক্ষ মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষার জন্য ৬.২ লক্ষ ছোটোখাটো আনুসাঙ্গিক সরঞ্জামের প্রয়োজন রয়েছে।  ইনভেস্ট ইন্ডিয়ার রিপোর্টের ভিত্তিতে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স৷

এই মুহূর্তে প্রয়োজন ৩৮ লক্ষ মাস্কের মধ্যে ১৪ লক্ষ রাজ্যগুলির জন্য এবং বাকিটা কেন্দ্রের জন্য। যা সরবরাহ করার কোন নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। যদিও ইনভেস্ট ইন্ডিয়ার এই রিপোর্ট দেশের মোট ৩৬টি রাজ্যের মধ্যে মাত্র ৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিস্থিতির ভিত্তিতে। অর্থাৎ, সেই অনুপাতে প্রয়োজন বহুগুণ বেশি। যদিও এ বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি ইনভেস্ট ইন্ডিয়া। মে সংস্থাটি এই মুহূর্তে কোম্পানিগুলির পাশাপাশি রাজ্য ও কেন্দ্রয সরকারের সঙ্গেও কাজ করছে। এমনকি প্রশ্নের উত্তর মেলেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেও।

নথি অনুসারে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার ৫টি কোম্পানির কাছ থেকে দেশে প্রয়োজনীয় টেস্ট কিট আমদানির জন্য ভারতেরই একটি বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছে ইনভেস্ট ইন্ডিয়া। গত ২৭ শে মার্চ ইনভেস্ট ইন্ডিয়া'র চার পৃষ্ঠার নিজস্ব নথিতে সংকটকালীন সরবরাহ দিতে পারে, এমন সংস্থাগুলির সন্ধানে মরিয়া প্রচেষ্টা সম্পর্কে উল্লেখ করা হয়েছে।  ইনভেস্ট ইন্ডিয়া জানিয়েছে যে তারা ভেন্টিলেটর, আইসিইউ মনিটর, সুরক্ষামূলক সরঞ্জাম, মাস্ক এবং টেস্ট কিটের জন্য ৭৩০ টি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, যার মধ্যে এখনও পর্যন্ত ৩১১ টি সংস্থা আবেদনে সাড়া দিয়েছে।
ইনভেস্ট ইন্ডিয়ার নথি অনুযায়ী এপর্যন্ত কম্পানি গুলির সরবরাহ করা ৯.১লক্ষ মাস্ক এবং ৮ লক্ষ সুরক্ষামূলক আনুসাঙ্গিক সরঞ্জাম মজুত আছে।

এই সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ নিশ্চিত করতে  কয়কশো সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিক লব আগারওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, “স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষামূলক সমস্ত জিনিস সরবরাহের জন্য যথাসাধ্য চেষ্টা করছে সরকার।” যদিও স্বাস্থ্য পরিষেবায় প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরাও। শনিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩, যেখানে মৃতের সংখ্যা ২০। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ জন। এই মুহূর্তে করোনা সংক্রমণ রোগ সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিলেও আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছলে সামাল দেওয়া হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছে এই সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *