দেশের স্বাস্থ্যকাঠামো উন্নতিতে কত জায়গা দরকার? রিপোর্ট চমকে দেবে

দেশের স্বাস্থ্যকাঠামো উন্নতিতে কত জায়গা দরকার? রিপোর্ট চমকে দেবে

Space Requirements

নয়াদিল্লি: করোনা ভাইরাস পরিস্থিতি যেন ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর আসল চেহারাটা সকলের সামনে এনে দিয়েছে। অতিমারির সময়ে বিভিন্ন রাজ্যের হাসপাতালে দেখা গিয়েছিল শয্যার অভাব, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব। সব জায়গায় কার্যত উপচে পড়ছিল আর্তদের ভিড়। (Space Requirements)

তবে এই পরিস্থিতির বদল কী ভাবে হবে, তা নিয়ে শত আলোচনা হলেও এখনও পর্যন্ত বদল কিছু আসেনি। আর এই বদল যে চটজলদি আসা সম্ভবও নয় তা বাতলে দিল সাম্প্রতিক একটি রিপোর্ট। তাতে বলা হয়েছে, দেশের জনসংখ্যা অনুযায়ী স্বাস্থ্যের পরিকাঠামো ঠিক করতে গেলে অন্তত ২০০ কোটি বর্গফুট জায়গা চাই। 

নাইট ফ্র্যাঙ্ক গ্লোবাল হেলথকেয়ার রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর যা অবস্থা তাতে প্রতি ১০০০ জনে ১.৩ টি বেড রয়েছে। তাই দেশের ১৪২ কোটি জনসংখ্যার জন্য পর্যাপ্ত হাসপাতাল এবং পরিকাঠামো তৈরি করতে কমপক্ষে ২০০ কোটি বর্গফুট জায়গা চাই। আজকের দিন দাঁড়িয়ে ভারতবর্ষে ২৪ লক্ষ হাসপাতাল শয্যার খামতি রয়েছে। তাই সরকার এবং বেসরকারি একাধিক সংস্থার উদ্যোগ অত্যাবশ্যক হয়ে উঠছে এই পরিস্থিতি বদলানোর জন্য। 

নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শিশির বাইজাল জানাচ্ছেন, দেশের বাড়তে থাকা জনসংখ্যা এই স্বাস্থ্যের ক্ষেত্রে এই সমস্যার জন্য অন্যতম দায়ী। জনসংখ্যা বাড়লেও সেই পরিমাণে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা সম্ভব হচ্ছে না। 

নাইট ফ্রাঙ্কের অ্যাটিটিউড সার্ভে অনুসারে, ভারতীয় উচ্চবিত্তদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ ব্যক্তি চলতি বছরেই স্বাস্থ্যসেবা সম্পর্কিত সম্পদগুলিতে বিনিয়োগের কথা উল্লেখ করেছিলেন। আসলে করোনা মহামারীর পরে বিনিয়োগকারীদের মধ্যে স্বাস্থ্যসেবার ক্ষেত্র নিয়ে আলাদা করে ভাবনা বেড়েছে। তারা এই ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও ভাবছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =